বিভিন্ন অপরাধে মোহাম্মদপুরে ১২ জন গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের অভিযানে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টার অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
রবিবার দুপুরে ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, “মোহাম্মদপুর থানা পুলিশ 'অপারেশন ডেভিল হান্ট' অভিযানে ১২ জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে ডাকাতির প্রস্তুতিকালে চারজন, প্রকাশ্য নারীপুরুষ বেহায়াপনার অভিযোগে চারজন, সন্ত্রাস বিরোধ মামলায় তিনজন এবং মাদক মামলার একজন আসামি রয়েছেন।”
অভিযুক্তরা হলেন– জুয়েল, পাপ্পু, সাইফুল ইসলাম, পলাশ, শামীম, নাদিম, তরিকুল ইসলাম, রুবেল রায়, রাফি হাসান, শহিদুল ইসলাম, বৃষ্টি, হাবিবা।
গ্রেপ্তারকৃত আসামিদের এরই মধ্যে আদালতে পাঠানো হয়েছে বলে জানান মোহাম্মদপুর জোনের এসি।
(ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/এসএস/এফএ)

মন্তব্য করুন