বিদ্রোহ ‘প্রত্যাহার’, অনুশীলনে ফিরতে রাজি নারী ফুটবলাররা

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৩৫
অ- অ+

অবশেষে মিলেছে স্বস্তির খবর। প্রধান কোচ পিটার জেমস বাটলারের বিরুদ্ধে চলমান বিদ্রোহ থেকে আসার সিদ্ধান্ত নিয়েছেন ১৮ নারী ফুটবলার। রবিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের সঙ্গে আলোচনার পর অনুশীলনে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

আলোচনা শেষে গণমাধ্যমকে কিরণ বলেন, 'সভাপতির পক্ষ থেকে, আমার পক্ষ থেকে মেয়েদের ফিরিয়ে আনার জন্য আমরা চেষ্টা অব্যাহত রেখেছি। নিয়মিত যোগাযোগ রেখেছি। তারই ধারাবাহিকতায় আজও তাদের সঙ্গে বসেছিলাম। এর প্রেক্ষিতে বলতে পারি মেয়েরা ট্রেনিংয়ে ফিরবে, তবে এখন ফিরবে না। আমাদের ক্যাম্প বন্ধ হয়ে যাবে ২৪ তারিখ। আমরা সংযুক্ত আরব আমিরাত যাব ফিফা উইন্ডোতে একটা ম্যাচ খেলতে। ল চলে গেলে ক্যাম্প বন্ধ হয়ে যাবে। সিনিয়র মেয়েরাও একটা বিরতি চাচ্ছে। বিরতির পর ক্যাম্পে ফিরে অনুশীলন শুরু করবে। আমি আজ ১৮ জনের সঙ্গেই বসেছি। এটা ১৮ জনেরই মুখের কথা। '

বিদ্রোহী ফুটবলাররা ক্যাম্পে ফেরার পর তাদের সঙ্গে কোচকে নিয়ে আলোচনায় বসবে বাফুফে। সেখানে সংকট পুরোপুরি কেটে যাবে বলে বিশ্বাস কিরণের, 'অনুশীলন শুরুর সময় সভাপতি, কোচ, মেয়েদের নিয়ে সভা করে যে ভুল বোঝাবুঝি আছে সেটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। একসঙ্গে অনুশীলন করবে সবাই। অসন্তোষ থাকলে ভালো কিছু হবে না। আজ আমাকে বলেছে যোগ দিয়ে চুক্তিতে সই করবে। '

তবে এ বিষয়ে নারী ফুটবলাররা এখনো গণমাধ্যমে পরিষ্কার কিছু জানাননি।

এর আগে সাবিনারা জানিয়েছেন, কোচ বাটলারের অধীনে তারা অনুশীলনে যোগ দেবেন না। সেই সিদ্ধান্ত অনুসারে এশিয়ান কাপ বাছাই ও সংযুক্ত আরব আমিরাত সফর সামনে রেখে ১৫ জানুয়ারি দলের ক্যাম্প শুরু হলেও সেখানে যোগ দেননি তারা।

এরপর বিদ্রোহী ১৮ ফুটবলারকে বাইরে রেখেই ৩৭ ফুটবলারের সাথে চুক্তি করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। অবশ্য সাবিনাদের ফেরার সুযোগ রেখেছিল বাফুফে। ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, অনুশীলনে ফিরলেই সাবিনাদের সঙ্গে চুক্তি করা হবে।

উল্লেখ্য, আগামী ২৬ ফেব্রুয়ারি ও ২ মার্চ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। এই ম্যাচগুলোর জন্য ২৪ ফেব্রুয়ারি দেশ ছাড়বে দল।

(ঢাকাটাইমস/১৬ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা