‘খুব শিগগিরই’ পুতিনের সঙ্গে সাক্ষাৎ, ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনার প্রস্তুতির মধ্যে বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪১| আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৯
অ- অ+

ইউক্রেন যুদ্ধ বন্ধে সৌদি আরবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তাদের আলোচনার প্রস্তুতির মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ‘খুব শিগগিরই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন।

“কোনো নির্ধারিত সময় নেই। কিন্তু এটা খুব শিগগিরই হবে- সৌদি আরবে মার্কিন ও রুশ কর্মকর্তাদের আলোচনা সামনে রেখে রবিবার সাংবাদিকদের এ কথা বলেন ট্রাম্প।

এ মাসে কোনো বৈঠক হবে কিনা- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে ট্রাম্প আরও বলেন, “এটা শিগগিরই হবে। আমরা দেখব কী ঘটে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দ্রুত যুদ্ধ অবসানের আশা বৃদ্ধি করতে চাওয়ার পর সাংবাদিকদের ট্রাম্প এই বিশ্বাসের কথা জানান যে পুতিন যুদ্ধ শেষ করতে চান।

এয়ার ফোর্স ওয়ানে উড্ডয়নের পর ট্রাম্প সাংবাদিকদের বলেন, “আপনারা বোঝেন যে তাদের একটি বড় শক্তিশালী যন্ত্র রয়েছে। তারা হিটলারকে পরাজিত করেছে। নেপোলিয়নকে পরাজিত করেছে। তারা দীর্ঘদিন ধরে যুদ্ধ করছে।

তারা এটা আগে করেছে। কিন্তু আমি মনে করি, তিনি যুদ্ধ বন্ধ করতে চান।- যোগ করেন মার্কিন প্রেসিডেন্ট।

পুতিন ইউক্রেনের সব অঞ্চল দখল করতে চান বলে মনে করেন কি না- এ প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, তিনি তার রুশ সমকক্ষকে একই প্রশ্ন করেছিলেন এবং যদি এমন হয় তবে এটা হবে আমাদের জন্য বড় সমস্যা।

এর আগে রবিবার রুবিও বলেছিলেন, পুতিন গত সম্পাতে ট্রাম্পের সঙ্গে ফোনালাপে শান্তির জন্য তার আশা ব্যক্ত করেছেন। এমনকি শীর্ষ মার্কিন কূটনীতিক ‘রাতারাতি যুদ্ধ শেষ হবে না- এমন সতর্ক করার পরও।

সিবিএসস ফেস দ্য নেশন- এর সঙ্গে এ সাক্ষাৎকারে রুবিও বলেন, “এখন অবশ্যই এটা কাজের দ্বারা ফলোআপ করত হবে। কাজেই এটা গুরুত্বপূর্ণ কি না নির্ধারনণ করবে পরের কিছু সপ্তাহ এবং দিন।

শেষ পর্যন্ত একটি ফোন কল শান্তি তৈরি করতে পারে না। একটি ফোন কল এ ধরনের জটিল যুদ্ধের সমাধান করেতে পারে না। বলেন তিনি।

রুবিও বলেন, “রাশিয়ান প্রতিনিধিদল তৈরিসহ আলোচনার বিবরণ চূড়ান্ত হয়নি।

এই সকালে আপনাদের জন্য আমার কাছে আর কিছু জানা নেই। সূত্র আল জাজিজার।

(ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাঙ্গুনিয়ায় বাইক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
রমজানের ভুলত্রুটি মোচন করে সদকাতুল ফিতরা, যেভাবে আদায় করবেন
ট্রেনে ঈদযাত্রা: আজ বিক্রি হচ্ছে ২৫ মার্চের টিকিট
বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে: সোহেল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা