যশোরে পুকুরে ডুবে প্রাণ গেল দুই বোনের

যশোরের ঝিকরগাছায় পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মাটিকুমরা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশুর নাম সুরাইয়া (২) ও সুমাইয়া (৩)। তারা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মাটিকুমরা গ্রামের ইয়ামিন ও তার আপন ভাই মালয়েশিয়া প্রবাসী ইউসুফের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে সুমাইয়া ও সুরাইয়া দুই বোন তাদের দাদা-দাদি ও মায়ের সঙ্গে পুকুরে মাছ ধরতে যায়। এসময় তারা পুকুর পাড়ে দাঁড়িয়ে ছিল। পরে সেখানে তাদের আর দেখতে না পেয়ে দাদা-দাদি-মা খোঁজাখুজি করতে থাকেন। কিছুক্ষণ পর দুই শিশুর মরদেহ পুকুরে ভাসতে দেখেন তারা। পরে তাদের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, পুকুরের পানিতে ডুবে একসঙ্গে দুই বোনের মৃত্যুর খবর শুনেছি। এ ঘটনায় নিহতদের পরিবার থানায় কোনো অভিযোগ করেননি।
(ঢাকা টাইমস/১৮ফেব্রুয়ারি/এসএ)

মন্তব্য করুন