নিজামীসহ জামায়াতের নেতাদের ফাঁসি হয়েছে ভারতের কূটচালে: ডা. তাহের

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৩২
অ- অ+

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, নিজামীসহ জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসি হয়েছে ভারতের কূটচালে। ভারতের আধিপত্যবাদ কোনোভাবেই মেনে নেয়া হবে না।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি।

ডা. তাহের অবিলম্বে এ টি এম আজহারের মুক্তির দাবি জানিয়ে বলেন, ‘এই সরকারের ব্যার্থতার অন্যতম একটি হলো আজহারুল ইসলামকে মুক্তি না দেওয়া। দেশ ফ্যাসিস্টমুক্ত হওয়ার পর এ টি এম আজহারের মুক্তি চেয়ে আন্দোলনে নামতে হয়েছে। এটি আমাদের চরম দুর্ভাগ্য।’

কুমিল্লা মহানগরী জামায়াতের আমির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে মিছিলপূর্ব সমাবেশে আরও বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে আমির মোহাম্মদ শাহজাহান, উত্তর জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মতিন, মহানগরী জামায়াতে নায়েবে আমির মোহাম্মদ মোছলেহ উদ্দিন প্রমুখ।

সমাবেশ শেষে কুমিল্লা টাউন হল থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

(ঢাকাটাইমস/১৮ফেব্রুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফ্যাসিবাদমুক্ত দেশ গড়তে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন অপরিহার্য: বিএনপি নেতা সাজু
জাতীয় প্রেসক্লাবের সদস্য ও পরিবারের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প
ধানে কারেন্ট পোকার আক্রমণ, দিশেহারা জামালপুরের কৃষক 
ফরিদপুরে দেড় লাখ টাকায় ‘বিক্রি হওয়া’ সেই শিশু উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা