দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে ঢাকা, মান কেমন রাজধানীর?

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে উঠেছে ঢাকা। রাজধানী শহরটির বাতাসের মানের স্কোর এখন ২৪১, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে ধরা হয়।
বুধবার সকাল ৯টা ২ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচকে এ তথ্য পাওয়া গেছে।
সূচকে এখন ২১৩ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু। তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, স্কোর ২১১; চতুর্থ স্থানে ভারতের দিল্লি, স্কোর ১৯০; পঞ্চম ইরাকের বাগদাদ, স্কোর ১৭০; ষষ্ঠ উজবেকিস্তানের তাশখন্দ, স্কোর ১৬৩; সপ্তম পোল্যান্ডের ক্রেকো, স্কোর ১৫৮; অষ্টম রাশিয়ার ক্রাসনোয়ারস্ক, স্কোর ১৫৪; নবম মিয়ানমারের ইয়াঙ্গুন, স্কোর ১৫৩; দশম স্থানে রয়েছে মঙ্গোলিয়ার উলানবাটর, স্কোর ১৫৩।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার প্রতিদিনই বায়ুদূষণের তালিকা প্রকাশ করে। একিউআই স্কোরের মাধ্যমে এর মান পর্যবেক্ষণ করা হয়।
স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয়, ১০১ থেকে ১৫০ স্কোর হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০০-এর বেশি হলে তা বিপজ্জনক বলে ধরা হয়।
(ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/এফএ)

মন্তব্য করুন