ভাষাশহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঝালকাঠিতে স্বেচ্ছায় রক্তদান

ঝালকাঠি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১৩
অ- অ+

মহান শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঝালকাঠিতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিনব্যপী ঝালকাঠি প্রেসক্লাবে এই কর্মসূচি চলে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাওছার হোসেনসহ জেলা প্রশাসন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

স্বাস্থ্য বিভাগের আয়োজনে কর্মসূচির সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. এইচ এম জহিরুল ইসলাম। এতে সহযোগিতা করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ঝালকাঠি ইউনিটের স্বেচ্ছাসেবীরা।

অনুষ্ঠানে জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন, ‘ভাষার জন্য আমাদের পূর্বসূরিদের রক্ত দিতে হয়েছে। সেই আত্মত্যাগের পথ ধরেই আজ তরুণরা মানুষের জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদান করছেন, যা অত্যন্ত প্রশংসনীয়।’

মাদকাসক্ত ব্যক্তিদের রক্ত দেওয়া ও নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন, ‘রক্তদানের ক্ষেত্রে দাতা গ্রহীতা উভয়কেই সচেতন হতে হবে। মাদকাসক্ত কেউ রক্তদান করলে এতে উপকারের চেয়ে ক্ষতির আশঙ্কাই বেশি।’

(ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২৩ হাজার ইয়াবাসহ দুই মোটরসাইকেল আরোহী ট্রাফিক পুলিশের হাতে গ্রেপ্তার
প্রশাসনে নতুন-পুরনো ভূত লুকিয়ে, দেশ টেকাতে সচেতন হোন: তারেক রহমান
মিটফোর্ড হত্যায় বিএনপির নামে রংচং দেয়ার চেষ্টা চলছে: রিজভী
মিটফোর্ড হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের চিহ্নিত করার দাবি মির্জা ফখরুলের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা