ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন সৃষ্টি করবেন সিইসি

কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২৫
অ- অ+

আগামী দিনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য দেশবাসীকে নিয়ে আন্দোলন সৃষ্টি করবেন জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন । তিনি বলেছেন, এ আন্দোলন শুধু ভোট দেওয়ার নয়, ভোটাধিকার প্রতিষ্ঠিত করার আন্দোলন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের কুতুবদিয়ায় মাস্টার তালেব উল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং হাফেজ জালাল উদ্দিন আদর্শ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ভোটকেন্দ্রে বাধা দিয়ে মানুষ মারার ঘটনা আর চলবে না বলে মন্তব্য করে সিইসি বলেন, এসব অপরাধ কর্মকাণ্ড কোনোভাবেই হতে দেওয়া যাবে না। একটা সুন্দর নির্বাচন উপহার দিতে দেশবাসীর সহযোগিতা চান তিনি।

ভোটারদের উদ্দেশে সিইসি বলেন, আগামী দিনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে দেশবাসীকে নিয়ে আন্দোলন সৃষ্টি করা হবে। এ আন্দোলন শুধু ভোট দেওয়ার অধিকার নয়, ভোটাধিকার প্রতিষ্ঠিত করার আন্দোলন। আপনারা নিজের বাড়ি যেভাবে পাহারা দেন, একইভাবে নিজের ভোটও পাহারা দেবেন। প্রয়োজনে ভোটকেন্দ্রেও পাহারা দিতে হবে।

নির্বাচন যাতে ঈদের আনন্দের মতো সুন্দর ও উৎসবমুখর করতে পারেন সেই চেষ্টা করবেন বলে জানান সিইসি। বলেন, এ উৎসবে সৎ ও যোগ্য ব্যক্তিদের বিজয়ী করলে সমাজের সব সমস্যার সমাধান হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা, উপজেলা সহকারী (ভূমি) কমিশনার মোহাম্মদ সাদাত হোসেন, কুতুবদিয়া থানার ওসি আরমান হোসেন, স্থানীয় ইউপির সাবেক চেয়ারম্যান ও কুতুবদিয়া প্রেসক্লাবের সভাপতি আ ন ম শহীদ উদ্দিন ছোটন, কুতুবদিয়া উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলাম, ইসলামিয়া তাহফিজুল কুরআন একাডেমির পরিচালক মাওলানা হাফেজ আলিমুল হক চৌধুরী আল আযহারী প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আড়াইহাজার বিএনপির ৪ নেতা বহিষ্কার
নওগাঁ সীমান্ত দিয়ে ১০ জনকে পুশইন করলো বিএসএফ
পঞ্চগড়ে দুই সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশইন 
মিয়ানমারে জরুরি অবস্থা তুলে নিল সামরিক সরকার, ডিসেম্বরে নির্বাচন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা