মধুর ক্যান্টিনে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলনের প্রতিবাদে ছাত্রদলের দেয়াল লিখন  

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৭
অ- অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলনের প্রতিবাদে ছাত্রদল দেয়াল লিখন কর্মসূচি পালন করেছে। রবিবার ঢাবির মধুর ক্যান্টিনের দেয়ালে ছাত্রশিবিরের বিরুদ্ধে নানা স্লোগান লিখে প্রতিবাদ জানান তারা।

দেয়ালে ছাত্রদলের নেতাকর্মীরা লেখেন, ‘মধুদার হত্যাকারীরা মধুতে কেন?’ ‘শিবির ৭১’সহ বিভিন্ন স্লোগান।

ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, ১৯৭১-এ পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগীরা মধুদাকে হত্যা করে। আজ তাদেরই আদর্শিক উত্তরসূরীরা এখানে সংবাদ সম্মেলন করছে, যা মুক্তিযুদ্ধের চেতনার প্রতি চরম অবমাননা।

এর আগে বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ‘ছাত্র রাজনীতি নিয়ে যে জন-আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, তা কিছু ছাত্র সংগঠনের আধিপত্যনীতি, সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, দখলদারি, ট্যাগিং ও দোষ চাপিয়ে দেওয়ার হীন সংস্কৃতি চালু রাখার ফলশ্রুতিতে শিক্ষার্থীদের মধ্যে রাজনীতি বিমুখতা তৈরি এবং শিক্ষার পরিবেশ বিনষ্ট হচ্ছে। নিষিদ্ধ ছাত্রলীগ বাংলাদেশ থেকে বিতাড়িত হলেও দুর্ভাগ্যজনকভাবে বন্ধুপ্রতিম ছাত্রসংগঠন ছাত্রদলকে তাদের পথ অনুসরণ করতে দেখা যাচ্ছে।

ক্যাম্পাসে সব রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহযোগিতা ও সহাবস্থান নিশ্চিত করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা সবার দায়িত্ব বলেও উল্লেখ করেন ছাত্রশিবির সভাপতি।

অপরদিকে, ‘ইসলামী ছাত্রশিবির’ কর্তৃক মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলন শহীদ মধুসূদন দে (মধুদা’র) প্রতি এবং তার পরিবারের প্রতি অসম্মানজনক উল্লেখ করে জাতীয়তাবাদী ছাত্রদল নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এক বিবৃতিতে বলেন, ‘শহীদের নিজের আঙিনায় খুনির সহযোগীদের বিচরণ খুবই ন্যাক্কারজনক ঘটনা। অনুতাপ ও বিবেকবোধ থেকেই ছাত্রশিবিরের মধুর ক্যান্টিনে আসা উচিত নয়।’

ওই বিবৃতিতে আরও বলা হয়, শহীদ মধুদার হত্যাকাণ্ডের নৈতিক দায় জামায়াতে ইসলামী, তাদের ছাত্রসংগঠন ইসলামি ছাত্রসংঘ, পরবর্তীতে ‘ইসলামী ছাত্রশিবিরকে’ নিতে হবে।

(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/জেবি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা