শাহবাগে সমাবেশ

‘আ.লীগ আমলে হওয়া গুম-খুন ও নৃশংসতার বিচার করতে হবে’

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:১১
অ- অ+

পিলখানায় ৫৭ জন সেনা অফিসারকে নির্মমভাবে হত্যা, আওয়ামী লীগ সরকারের আমলে দেশে যত গুম-খুনসহ নৃশংসতা হয়েছে তার বিচার করতে হবে। একইসঙ্গে শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীতে এখনো যারা ফ্যাসিবাদের দোসর রয়েছে তাদের চিহ্নিতের দাবি জানানো হয়েছে।

গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের বিচারের দাবিতে ‘ন্যায় বিচার ও সার্বভৌমত্ব রক্ষা আন্দোলন’ শিরোনামে রাজধানীর শাহবাগে মঙ্গলবার বিকালে এক সমাবেশে এই দাবি ওঠে। এতে জানানো হয়, দেশের প্রতিটি সেক্টরে সংস্কার শেষে জাতীয় নির্বাচন দিতে হবে।

নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিজের প্রধান নির্বাহী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান নাসিরের (অব.) সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এছাড়াও শেখ হাসিনার শাসনামলে গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পারওয়ার বলেন, ‘আজকে জাতিকে জানানোর প্রয়োজন নেই ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠার তাণ্ডব হয়েছে। ২০০৯ সালের পিলখানার নির্মম নিষ্ঠুর হত্যাকাণ্ডে অনেক সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। ২০১০ সাল তথাকথিত মানবতাবিরোধী অপরাধের নামে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে দেশের শ্রেষ্ঠ মানুষকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। একইসঙ্গে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যা চালানো, আল্লামা সাইদীর রায়ের পর শতশত লোককে হত্যা করা হয়। ২৪'র গণঅভ্যুত্থানে রাজপথে হাজার হাজার মানুষকে গুলি করে হত্যা করার পাশাপাশি আয়না ঘরে গুম, ক্রসফায়ার সমস্ত হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড শেষ হাসিনা।

বিডিআর হত্যাকাণ্ডের পেছনে আধিপত্যবাদী শক্তির কী ভূমিকা ছিল তা প্রকাশ করতে হবে জানিয়েছে গোলাম পারওয়ার বলেন, ফ্যাসিবাদী সরকারের সাড়ে ১৫ বছরের সাড়ে সাত বছর কারাগারে ছিলাম। হাজার হাজার বিডিআর জওয়ানের কাছে শুনেছি পিলখানায় কীভাবে হত্যাকাণ্ড চালিয়েছে। লাশগুলো কীভাবে কেটে ড্রেনে ফেলে দিয়েছে। তারা তখন হিন্দিতে কথা শুনেছে। পরিচয় গোপন করতে তারা মুখোশ পরে হত্যাকাণ্ড চালিয়েছে। ফলে এই হত্যাকাণ্ড নিয়ে প্রশ্নবিদ্ধ করার অর্থ হলো বিচার প্রক্রিয়াকে চাপা দিতে চাওয়া। বর্তমান সরকার যে তদন্ত কমিশন গঠন করেছে তা বিলম্ব না করে এর পেছনে রাজনৈতিক শক্তি জড়িত ছিল কি না, বিদেশি শক্তির কী হাত ছিল দ্রুত খুঁজে বের করতে হবে।'

পিলখানার ঘটনা সম্পর্কে শেখ হাসিনার আগে থেকেই জানত উল্লেখ করে দেলওয়ার হোসাইন সাঈদীর পুত্র শামীম সাঈদী বলেন, ‘সাঈদী দেশের পক্ষে কথা বলায়, ভারতের বিরোধিতা করায় পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সারা জীবন যিনি মানবতার পক্ষে কথা বলেছেন আর ফ্যাসিস্ট হাসিনা ও তার সাঙ্গপাঙ্গরা তাকেই বলেছে মানবতাবিরোধী। স্কাইপ কেলেঙ্কারির মাধ্যমে স্পষ্ট যে, কীভাবে মিথ্যা কথা বলে আদালত পরিচালিত হতো।’

সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য দেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, দপ্তর সম্পাদক মাওলানা আফসার মাহমুদ, গণঅধিকার পরিষদের মুখপাত্র ও সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান, শহীদ মেজর তানভীরের স্ত্রী তাসনুভা মাহা, মেজর রেজাউল করিম (বরখাস্ত), মেজর ফিরোজ ইফতেখার ফুয়াদ, লে. কর্নেল হাসিনুর রহমান (বীর প্রতীক), কর্নেল মো. শাহ নুর রহমান, হেফাজতে ইসলামের সহকারী মহাসচিব মাওলানা মুসা ইজহার, হেফাজতে ইসলামের যুগ্মসচিব মুফতী মনির হোসাইন, আলী আহসান মুহাম্মদ মুজাহিদের পুত্র মাবরুর, মায়ের ডাকের সানজিদা ইসলাম তুলি, কূটনৈতিক ক্যাপ্টেন মারুফ জামান, গুম ফেরত বীর মুক্তিযোদ্ধা ইকবাল চৌধুরী প্রমুখ।

(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/এসএস/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুপুরের মধ্যে ৫ অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস
পাবনায় ৭৪ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তিসহ ১ জন গ্রেপ্তার
নির্মম ঘাতক বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার কৌশল, বজ্রপাত নিরোধক প্রাণহানি কমাবে!
ঢাকা থেকে ওড়ার পরই তার্কিশ এয়ারলাইন্সের উড়োজাহাজে আগুন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা