শহীদ বিশালের পরিবার পেল পাকা বাড়ি

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:৩৮
অ- অ+

জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রথম শহীদ বিশালের পরিবারকে নতুন পাকা বাড়ি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামে শহীদ বিশালের বাড়ি পরিদর্শনে আসেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। এ সময় তিনি শহীদ বিশালের বাবা মজিদুল সরকারের কাছে নতুন পাকা বাড়ির চাবি হস্তান্তর করেন।

পাঁচবিবি উপজেলা প্রশাসনের অর্থায়নে দুই কক্ষবিশিষ্ট বাড়িটি এই শহীদ পরিবারের জন্য বরাদ্দ দেওয়া হয়।

এর আগে, শহীদ বিশালের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। বিভাগীয় কমিশনার শহীদ বিশালের পরিবারের খোঁজখবর নেন এবং তার নামে রতনপুর কলেজের নামকরণসহ একটি রাস্তার নামকরণের কথা উল্লেখ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক মাহমুদুল হাসান, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন, থানার (তদন্ত) ওসি ইমাদুর জাহেদী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, ধরঞ্জী ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী ও বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল হক প্রমুখ।

গত বছর ৪ আগস্ট জয়পুরহাট জেলা শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বিশাল। ওই দিন রাতেই তার মরদেহ দাফন করা হয়। এর ৭৩ দিন পর কবর থেকে তার লাশ উত্তোলন করা হয় ময়নাতদন্তের জন্য।

(ঢাকাটাইমস/২৬ফেব্রুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা