সাংবাদিককে বেদম পিটিয়ে বিএনপি নেতা বললেন, ‘মাইর কম হয়েছে’

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৭| আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৬
অ- অ+

ঠাকুরগাঁওয়ে দৈনিক দেশবাংলার প্রতিনিধি মামুন অর রশিদের ওপর হামলা চালিয়ে বেদম পেটানোর অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপি নেতা জুবাইদুরের বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার আখানগর ইউনিয়নের কালিবাড়ি বাজারে এ ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থল থেকে সাংবাদিক মামুনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সন্ধ্যায় বাজারে চায়ের দোকানে ছিলেন মামুন। কিছুক্ষণ পর আখানগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি জুবাইদুর চৌধুরী তার দলবল নিয়ে অতর্কিত হামলা চালান তার ওপর। কোনো কিছু বুঝে ওঠার আগেই হামলাকারীরা তাকে নির্মমভাবে মারধর করেন এবং হত্যার উদ্দেশে গলা চেপে ধরেন।

একপর্যায়ে তার অন্ডকোষে লাথি মারলে মাটিতে লুটিয়ে পড়েন মামুন। প্রায় আধঘণ্টা ধরে চলে তার ওপর নির্যাতন।

ঘটনার পর রাতে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল গেটে বিক্ষোভ করেন জেলায় কর্মরত সংবাদকর্মীরা। এসময় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

হামলার কারণ সম্পর্কে আহত সাংবাদিক মামুন অর রশিদ বলেন, ‘কয়েক মাস আগে জুবাইদুরকে নিয়ে চাঁদাবাজির একটি রিপোর্ট করেছিলাম। সে প্রায় মুঠোফোনে আমাকে হুমকি দিত। আজকে আমাকে হত্যার উদ্দেশে হামলা করে। হায়াত ছিল বলে প্রাণে বেঁচে ফিরেছি। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

এ বিষয়ে বিএনপি নেতা জুবাইদুর বলেন, ‘সে (সাংবাদিক মামুন) আমাকে নিয়ে একটা লেখা লিখেছিল ফেসবুকে। তারপর থেকে তাকে দেখা করতে বলেছিলাম, সে দেখা করেনি। আজকে তাকে বাজারে পেয়েছি, তারপর তাকে পেটানো হয়েছে। তবে তার মাইর কম হয়েছে।’

ঠাকুরগাঁও প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক তানভীর হাসান তানু বলেন, ‘একজন সাংবাদিকের ওপর এমন বর্বর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দোষীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করার দাবি জানাচ্ছি।’

ঠাকুরগাঁও জার্নালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক রবিউল এহ্সান রিপন হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, ‘সাংবাদিকের ওপর হামলা কোনোভাবেই কাম্য নয়। অপরাধী যে-ই হোক, দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে।’

ঠাকুরগাঁও অনলাইস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাংগঠনিক সম্পাদক জুনাইদ কবির বলেন, ‘নতুন বাংলাদেশে এটা আমাদের প্রত্যাশা না। আপনারা আমাদের কলমের মুখ চেপে ধরার চেষ্টা করবেন না। এতে আমরা কঠোর পদক্ষেপ গ্রহণ করবো। প্রশাসনের কাছে দাবি, দোষীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করতে হবে।’

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রকিবুল হাসান চয়ন বলেন, ‘সাংবাদিক মামুনের শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। গলায়ও দাগ রয়েছে।’

এ বিষয়ে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাজমুল কাদের বলেন, ‘হামলার ঘটনা সম্পর্কে অবগত হয়েছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

(ঢাকাটাইমস/২৬ফেব্রুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা