শেরপুরে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, আহত ২

শেরপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০১
অ- অ+

শেরপুর সদরে আধিপত্য বিস্তার ও দলীয় দ্বন্দ্বের জেরে শেরপুরে জাকারিয়া বাদল (৪৬) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গুরুতর আহতাবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও দুজন।

মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাকারিয়া বাদল। তিনি সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও শেরপুর সরকারি কলেজের সাবেক এজিএস ছিলেন।

বুধবার সকালে গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শেরপুরের পুলিশ সুপার আমিনুল ইসলাম। তিনি বলেন, ‘এ ঘটনায় এলাকায় যৌথবাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশ হামলাকারীদের আইনের আওতায় আনতে অভিযান শুরু করেছে।’

এর আগে মঙ্গলবার বিকালে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের ভীমগঞ্জ এলাকায় জাকারিয়া বাদলসহ তিনজনকে এলোপাতড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। অন্যজন দুজন হলেন- সোহাগ আলম ও রুহুল।

পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, কামারিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক লুৎফর রহমানের সঙ্গে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আগে থেকেই জাকারিয়া বাদলের দ্বন্দ্ব ছিল। সম্প্রতি জেলা বিএনপির গ্রুপিং ওই দুই নেতার সম্পর্ককে আরও জটিল করে তোলে।

অন্যদিকে, হত্যাসহ একাধিক মামলার আসামি স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান ও কৃষকলীগ নেতা নূরে আলমের সঙ্গে লুৎফরের রাজনৈতিক বৈরিতা অনেক আগে থেকেই। অভিযোগ আছে, বাদলকে দমাতে সম্প্রতি শেরপুর জেলা কারাগারে থাকা নূরে আলমের সঙ্গে সাক্ষাৎ করেন লুৎফর। ওই দুজন এলাকায় আধিপত্য বিস্তার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আগাম পরিকল্পনা করেন।

সেই পরিকল্পনা অনুযায়ী বিএনপি নেতা লুৎফর জেল সাক্ষাতের পর এলাকায় গিয়ে কৃষক লীগ নেতা নূরে আলমের লোকজনের সঙ্গে গোপন মিটিং করে প্রতিপক্ষ বাদলকে সায়েস্তার পরিকল্পনা করেন।

সেই মতো মঙ্গলবার বিকালে জাকারিয়া বাদলসহ তিনজন একই মোটরসাইকেলে ভীমগঞ্জ বাজার থেকে বাড়ি ফেরার পথে আগে থেকে ওঁৎপেতে থাকা নূরে আলম ও লুৎফরের অনুসারীরা ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা করে। এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় তারা।

পরে স্থানীয়রা বাদলসহ তিনজনকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসারত অবস্থায় রাত ২টার দিকে জাকারিয়া বাদল মারা যান। আহত বাকি দুজনের মধ্যে সোহাগের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

(ঢাকাটাইমস/২৬ফেব্রুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা