হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক কমিটি

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ
  প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:০১| আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:২৮
অ- অ+

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে সংগঠনটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল এ কমিটির অনুমোদন দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়টি জানানো হয়।

আগামী ৬ মাসের জন্য অনুমোদিত হবিগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক মনোনীত হয়েছেন আরিফ তালুকদার, যুগ্ম আহ্বায়ক (প্রথম) এনামুল হক সাকিব, সদস্যসচিব মাহদি হাসান, আশরাফুল ইসলাম সুজন মুখ্য সংগঠক ও রাশেদা ইসলামকে মুখপাত্র করা হয়েছে।

এদিকে কমিটি গঠনের খবর পেয়ে রাতেই এই কমিটি প্রত্যাখ্যান করে যুগ্ম আহ্বায়ক (প্রথম) এনামুল হক সাকিবের নেতৃত্বে একটি ঝাড়ু মিছিল বের করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।

এসময় তারা ‘টাকার বিনিময়ে পকেট কমিটি মানি না, মানবো না’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘দালালি না আজাদি, আজাদি আজাদি’সহ বিভিন্ন স্লোগান দেন।

এ ব্যাপারে এনামুল হক সাকিব বলেন, ‘টাকার বিনিময়ে কমিটি দেওয়া হয়েছে। যোগ্যদের মূল্যায়ন করা হয়নি। তাই কমিটি বাতিল দাবিতে সাধারণ শিক্ষার্থীরা ঝাড়ু মিছিল করেছে।’

(ঢাকাটাইমস/২৬ফেব্রুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রবাসী স্বামীকে বিদায় জানানো হলো না, বজ্রপাতে প্রাণ গেল গৃহবধূর
বগুড়ায় সারজিসের উপস্থিতিতে এনসিপির সমাবেশে দুই গ্রুপের মারামারি, ধাওয়া-পাল্টা ধাওয়া
বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ২০০ কেজি ওজনের বোমা পাওয়া গেল মুন্সীগঞ্জে, নিষ্ক্রিয় করল সিটিটিসি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা