ডেভিল হান্ট: সৈয়দপুরে যুবলীগকর্মী রুবায়েত মিন্টু গ্রেপ্তার

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৪৭| আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:০৪
অ- অ+

সারা দেশে ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে নীলফামারীর সৈয়দপুরে যুবলীগ নেতা মো. গোলাম রুবায়েত মিন্টুকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ৩টায় শহরের আতিয়ার কলোনির রেলওয়ে কোয়াটার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মিন্টু উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর এলাকার মৃত মোকলেছুর রহমানের ছেলে। তিনি সৈয়দপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে উপজেলা যুবলীগকর্মী ও সৈয়দপুর সরকারি কলেজের পরিদর্শক পদে কর্মরত।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ফইম উদ্দিন বলেন, অপারেশন ডেভিল হান্টের আওতায় নিয়মিত অভিযানেই গোপন সংবাদের ভিত্তিতে তাকে নিজ বাসভবন থেকে আটক করা হয়। বুধবার সকালে তাকে গত বছরে করা ২০নং মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি অফিসে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় সৈয়দপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ বাবলু গত সেপ্টেম্বরে ওই মামলাটি করেন।

(ঢাকাটাইমস/২৬ফেব্রুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা