সদরপুরে ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্রের মৃত্যু, আহত ৫

ফরিদপুরের সদরপুরে ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে মুস্তাফিজুর রহমান মাহফুজ (১৭) নামের এক কলেজছাত্র নিহত হয়েছে। এ সময় আহত হয় আরও পাঁচজন।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল নয়টার দিকে সদরপুর-বালিয়াহাটি সড়কে মহিলা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহফুজ ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের কোষাভাঙ্গা গ্রামের ফরহাদ মাতব্বরের ছেলে। সে সদরপুর সরকারি কলেজের মানবিক বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, বালিয়াহাটি থেকে সদরপুরগামী একটি বেপরোয়া গতির ইজিবাইকের নিয়ন্ত্রণ হারিয়ে চালক গাড়িটি মহিলা কলেজের সামনে রাস্তার পাশে খাদে নামিয়ে দেয়। এতে মাহফুজসহ ছয়জন আহত হয়।স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহফুজকে মৃত ঘোষণা করেন। অন্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব হোসেন বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
(ঢাকাটাইমস/২৬ফেব্রুয়ারি/মোআ)

মন্তব্য করুন