বৃষ্টির কারণে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে টস বিলম্ব, খেলা হওয়ার সম্ভাবনা কম

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪৮
অ- অ+

ভারত ও নিউজিল্যান্ডের কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শেষ হয়েছে বাংলাদেশের। আর তাই নিয়মরক্ষার ম্যাচে পাকিস্তানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে রাওয়ালপিন্ডিতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে।

ঢেকে রাখা হয়েছে উইকেট। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় টস হওয়ার কথা থাকলেও পিছিয়ে গেছে। রাওয়ালপিন্ডির ড্রেনেজ ব্যবস্থা ভালো না হওয়ায় বৃষ্টি থামলেও দ্রুত বল মাঠে গড়ানো নিয়েও শঙ্কা আছে।

বাংলাদেশ-পাকিস্তানের বিদায় আগেই নিশ্চিত হওয়ায় আজকের ম্যাচটি আনুষ্ঠানিকতা মাত্র। এই আনুষ্ঠানিকতার মাঝেও লুকিয়ে আছে মর্যাদা। উভয় দলই চাইবে জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করতে। এই রাওয়ালপিন্ডিতেই গত বছর বাংলাদেশের কাছে টেস্টে হোয়াইটওয়াশ হয়েছিল পাকিস্তান।

ওয়ানডেতে পাকিস্তান ও বাংলাদেশ মুখোমুখি হয়েছে মোট ৩৯ বার। যেখানে পাকিস্তানের জয় ৩৪ ম্যাচে আর বাংলাদেশ জিতেছে মাত্র ৫ ম্যাচে। শেষ ৫ ম্যাচে পাকিস্তানের তিন জয়ের বিপরীতে টাইগারদের জয় দুইটিতে।

(ঢাকাটাইমস/২৭ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকায় সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত
মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা, কেয়ারটেকার গ্রেপ্তার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ
যুক্তরাষ্ট্রে প্রাইভেট বিমান দুর্ঘটনায় ধনাঢ্য শিল্পপতি জেমস ওয়েলার নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা