টেকনাফে গাঁজাসহ ৪ মাদক পাচারকারী আটক 

কক্সবাজার প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৬| আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০২
অ- অ+

কক্সবাজারের টেকনাফে ৬০ কেজি গাঁজাসহ চার মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, দেশের সমুদ্রসীমা, উপকূল এবং নদীর তীরবর্তী এলাকায় আইন-শৃঙ্খলা নিশ্চিতকরণের পাশাপাশি চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে একটি বড় গাঁজার চালান টেকনাফে প্রবেশ করবে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর ৬টায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ স্থল বন্দর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি ধূসর রঙের হাইস গাড়ির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড আভিযানিক দল গাড়ীটিকে থামিয়ে তল্লাশি করে ৬০ কেজি গাঁজাসহ চার মাদক পাচারকারীকে আটক করে।

তিনি আরও বলেন, আটককৃত ব্যক্তিরা মো. আব্দুল্লাহ (৩৪), মহিউদ্দীন (৩৫) ও ইসমাইল (২৫) কুমিল্লা এবং মোহাম্মদ নূর (২৩) টেকনাফ মুছনী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। জব্দকৃত গাঁজা, গাড়ি এবং আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

(ঢাকা টাইমস/২৭ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আড়াইহাজার বিএনপির ৪ নেতা বহিষ্কার
নওগাঁ সীমান্ত দিয়ে ১০ জনকে পুশইন করলো বিএসএফ
পঞ্চগড়ে দুই সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশইন 
মিয়ানমারে জরুরি অবস্থা তুলে নিল সামরিক সরকার, ডিসেম্বরে নির্বাচন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা