পঞ্চগড় সীমান্তে সাত বাংলাদেশিকে আটকের পর বিজিবির কাছে হস্তান্তর বিএসএফের 

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৩৩
অ- অ+

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের সময় সাত বাংলাদেশীকে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে বিজিবি তেঁতুলিয়া মডেল থানায় তাদের সোপর্দ করে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবির অধীন তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়ন কাশিমগঞ্জ বিওপির আওতাধীন এলাকা দিয়ে মঙ্গলবার রাতে সাতজন বাংলাদেশি ( জন পুরুষ একজন নারী) ভারতে অবৈধভাবে প্রবেশ করেন। এ সময় বিএসএফ বানেশ্বরজোত বিওপির একটি টহলদল তাদের আটক করে বিজিবিকে জানায়।

বুধবার বিকেলে ৭৩০ মেইন পিলার এলাকার বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে আইনি প্রক্রিয়া শেষে ওই সাতজনকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

অবৈধ পন্থায় ভারতে অনুপ্রবেশকারীরা ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের উত্তর বোয়ালিয়া গ্রামের পাঠান সিং বর্মনের ছেলে হরেন বর্মন (৪০), তার স্ত্রী মমতা রানী (৩৫), ছেলে অজয় কুমার বর্মন (২১), নব বর্মন (১৭), আখানগর ইউনিয়নের কুলেশ চন্দ্র বর্মনের ছেলে রিপন বর্মন (১৭), দেবগঞ্জ এলাকার আন্বেশর রায়ের ছেলে সুশান্ত রায় (২২) এবং গড়েয়া এলাকার ইয়াধিশথির রায়ের ছেলে আশিশ (১৮)

পঞ্চগড় বিজিবি ১৮ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম জানান, ‘ওই সাতজন দালালের মাধ্যমে ভারতে অনুপ্রবেশ করলে বিএসএফ তাদের আটক করে। পরে আমরা পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফিরিয়ে আনি এবং থানায় হস্তান্তর করি।’

(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা