পিএসএল: জেনে নিন লিটন-নাহিদ-রিশাদদের ম্যাচ কবে কখন

সব ঠিক থাকলে আগামী ১১ এপ্রিল মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসর। সবকিছু ঠিক থাকলে এবারের আসরে পিএসএল মাতাবেন বাংলারদেশের তিন তারকা ক্রিকেটার।
চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত প্লেয়ার্স ড্রাফট থেকে পিএসএলে দল পেয়েছিলেন বাংলাদেশের ৩ তারকা ক্রিকেটার নাহিদ রানা, লিটন দাস ও রিশাদ হোসেন।
এদিকে, আগেভাগেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাত্রা শেষ করেছে বাংলাদেশ। টুর্নামেন্টে নিজেদের প্রথম দুই ম্যাচে হেরেই তারা বিদায় নিশ্চিত করেছিল। এরপর পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ ম্যাচটি পরিত্যক্ত হয় বৃষ্টির বাগড়ায়। এরপর বাংলাদেশের দ্বিপাক্ষিক সিরিজ খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে। যদিও ওই সিরিজের সূচি এখনও নির্ধারিত হয়নি। তবে পিএসএল আসর শুরুর আগেই শেষ হতে পারে বাংলাদেশ-জিম্বাবুয়ের লড়াই। যদিও বাংলাদেশি ক্রিকেটারদের পিএসএলে খেলা নির্ভর করছে বিসিবির ছাড়পত্র বা অনাপত্তিপত্রের (এনওসি) ওপর।
এর আগে ১৩ জানুয়ারি অনুষ্ঠিত পিএসএলের দশম আসরের ড্রাফটে ছিলেন ৩৯ বাংলাদেশি ক্রিকেটার। এদের মধ্যে থেকে দল পান ৩ জন। এর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ‘গোল্ডেন’ ক্যাটাগরি থেকে পেসার নাহিদ রানাকে দলে ভেড়ায় পেশোয়ার জালমি। যেখানে তার পারিশ্রমিক ৬০ লাখ টাকা। এ ছাড়া সিলভার ক্যাটাগরি থেকে লিটনকে করাচি কিংস এবং রিশাদ হোসেনকে লাহোর কালান্দার্স দলে নেয়।
১১ এপ্রিল পিএসএলের উদ্বোধনী ম্যাচেই খেলবে রিশাদের দল লাহোর কালান্দার্স। টুর্নামেন্টটিতে দু’বারের চ্যাম্পিয়ন দলটি মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডের। দ্বিতীয় দিন (১২ এপ্রিল) নাহিদ রানার পেশোয়ার জালমি নিজেদের প্রথম ম্যাচ খেলবে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে। একইদিন দ্বিতীয় ম্যাচে লিটনের করাচি কিংস ও মুলতান সুলতান মুখোমুখি হবে।
পিএসএলের উদ্বোধনী ম্যাচটি হবে রাওয়ালপিন্ডিতে। সবমিলিয়ে এই আসরে ৩৪টি ম্যাচ হবে ৪ ভেন্যু– রাওয়ালপিন্ডি, করাচি, মুলতান ও লাহোরে। ১৩ মে রাওয়ালপিন্ডি এবং ১৪ ও ১৬ মে লাহোরে প্লে-অফ ম্যাচের ভেন্যু নির্ধারিত হয়েছে। আর ফাইনাল হবে ১৮ মে, লাহোরে।
পিএসএলে নাহিদ-লিটন-রিশাদদের ম্যাচসূচি
প্রতিপক্ষ—তারিখ—ভেন্যু
লাহোর-ইসলামাবাদ ১১ এপ্রিল (রাওয়ালপিন্ডি) পেশোয়ার-কোয়েটা ১২ এপ্রিল (রাওয়ালপিন্ডি) করাচি-মুলতান- ১২ এপ্রিল (করাচি) লাহোর-কোয়েটা ১৩ এপ্রিল (রাওয়ালপিন্ডি) পেশোয়ার-ইসলামাবাদ ১৪ এপ্রিল (রাওয়ালপিন্ডি) লাহোর-করাচি ১৫ এপ্রিল (করাচি) করাচি-কোয়েটা ১৮ এপ্রিল (করাচি) পেশোয়ার-মুলতান ১৯ এপ্রিল (রাওয়ালপিন্ডি) করাচি-ইসলামাবাদ ২০ এপ্রিল (করাচি) করাচি-পেশোয়ার ২১ এপ্রিল (করাচি) লাহোর-মুলতান ২২ এপ্রিল (মুলতান) লাহোর-পেশোয়ার ২৪ এপ্রিল (লাহোর) করাচি-কোয়েটা ২৫ এপ্রিল (লাহোর) লাহোর-মুলতান ২৬ এপ্রিল (লাহোর) পেশোয়ার-কোয়েটা ২৭ এপ্রিল (লাহোর) লাহোর-ইসলামাবাদ ৩০ এপ্রিল (লাহোর) করাচি-মুলতান ১ মে (মুলতান) লাহোর-কোয়েটা ১ মে (লাহোর) পেশোয়ার-ইসলামাবাদ ২ মে (লাহোর) লাহোর-করাচি ৪ মে (লাহোর) পেশোয়ার-মুলতান ৫ মে (মুলতান) পেশোয়ার-করাচি ৮ মে (রাওয়ালপিন্ডি) পেশোয়ার-লাহোর ৯ মে (রাওয়ালপিন্ডি) ইসলামাবাদ-করাচি ১০ মে (রাওয়ালপিন্ডি)
(ঢাকাটাইমস/২৮ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

মন্তব্য করুন