চাঁদপুরের ডাকাতিয়া নদী থেকে কিশোরের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২২:০৭
অ- অ+

চাঁদপুরের ডাকাতিয়া নদী থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড। কিশোরের নাম- মিরাজুল ইসলাম (২০)।

শুক্রবার রাতে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, শুক্রবার দুপুর ১২ টায় স্থানীয়দের মাধ্যমে জানা যায় চাঁদপুর সদর উপজেলার রঘুনাথপুর সংলগ্ন এলাকায় ডাকাতিয়া নদীতে পড়ে মিরাজুল ইসলাম (২০) নামের এক জন কিশোর নিখোঁজ হয়েছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধীনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক অতি দ্রুত একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। পরে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল অভিযানে যুক্ত হয় এবং যৌথ উদ্ধার অভিযান পরিচালনা করে বিকাল ৫ টায় নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।

পরবর্তীতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোরে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড 
সিরাজগঞ্জে ১৫৫৯ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ 
শ্রীপুরে ২ মাস ২৩ দিন পর কবর থেকে মরদেহ উত্তোলন
জনগণ তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় আছে: মির্জা ফখরুল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা