প্রথম কর্মসূচিতে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৪ মার্চ ২০২৫, ০১:০১| আপডেট : ০৪ মার্চ ২০২৫, ০৯:৩৬
অ- অ+

নতুন দল গঠনের পাঁচ দিনের মাথায় প্রথম কর্মসূচি হিসেবে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)

ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে মঙ্গলবার সকালে এনসিপির নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন বলে দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

সোমবার এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৭টায় এনসিপি নেতৃবৃন্দ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর সকাল ১০টায় তারা রাজধানীর রায়েরবাজারে চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করবেন।

দুই কর্মসূচিতেই এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় সদস্যরা উপস্থিত থাকবেন।

গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি। আত্মপ্রকাশের পর মঙ্গলবারই দলটির প্রথম কর্মসূচি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

(ঢাকাটাইমস/০8মার্চ/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইশরাককে দ্রুত শপথ না পড়ালে বৃহত্তর আন্দোলনের সতর্কতা সালাহউদ্দিনের
জামালপুরে দুই ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন, জরিমানা ২ লাখ
পুলিশের এসপি পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে বদলি, ১০ জন পেলেন অতিরিক্ত ডিআইজির দায়িত্ব
ট্রাম্পের নতুন আইন, অন্য দেশে রেমিট্যান্স পাঠাতে লাগবে পাঁচ শতাংশ কর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা