সামান গ্রুপের চিফ অপারেটিং অফিসার আজম খান

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৪ মার্চ ২০২৫, ১২:৩২
অ- অ+

সামান গ্রুপের চিফ অপারেটিং অফিসার হয়েছেন আজম খান। শনিবার তিনি কোম্পানির সিও পদে যোগদান করেন।

এর আগে তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির হেড অব কমিউনিকেশনস, ম্যানেজমেন্ট কমিটির সদস্য, সাসটেইনেবল ফিন্যান্স কমিটির সদস্য, এক্সিকিউটিভ রিস্ক ম্যানেজমেন্ট কমিটির সদস্য এবং এমটিবি ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন।

উল্লেখ্য, সামান গ্রুপ লুব্রিক্যান্ট, অ্যাগ্রো অ্যান্ড ফুড, ওয়ার্ক টার্মিনাল (কো-ওয়ার্কিং স্পেস), ই-কমার্স, প্রপার্টিস এবং কমিউনিকেশনস খাতে ব্যবসা পরিচালনা করছে।

আজম খান ১৯৮৮ সালে ভলান্টারি হেলথ সার্ভিসেস সোসাইটিতে (ভিএইচএসএস) সহকারী প্রকাশনা কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে কারিতাস বাংলাদেশে জনসংযোগ কর্মকর্তা, স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির জনসংযোগ কর্মকর্তা, ডাচ-বাংলা ব্যাংক পিএলসির জনসংযোগ কর্মকর্তা, ঢাকা ব্যাংক পিএলসির হেড অব পিআর অফিস এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক পিএলসির হেড অব মার্কেটিং অ্যান্ড ডেভেলপমেন্ট এবং হেড অব পাবলিক রিলেশনস ছিলেন।

১৯৮৮ সালে আজম খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

(ঢাকা টাইমস/০৪মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা