মাসজুড়ে দেশের সবচেয়ে বড় ইফতার মাহফিল নলতায়

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা
  প্রকাশিত : ০৪ মার্চ ২০২৫, ১৮:৫৭
অ- অ+

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা রওজা শরিফে পবিত্র রমজান মাসজুড়ে বসে দেশের সবচেয়ে বড় ইফতার মাহফিল। প্রায় ৯০ বছরের ঐতিহ্যবাহী এই আয়োজন প্রতিদিন প্রায় ছয় হাজার রোজাদারকে একই স্থানে ইফতারের সুযোগ করে দেয়। পরম ভ্রাতৃত্ববোধের এই মিলনমেলায় স্থানীয়দের পাশাপাশি দূরদূরান্ত থেকে আসা মানুষও অংশ নেন।

সোমবার ( মার্চ) দ্বিতীয় রমজানের দিনে সরেজমিনে গিয়ে দেখা যায়, ইফতার প্রস্তুতিতে চলছে বিশাল কর্মযজ্ঞ। সকাল থেকেই কয়েক শ স্বেচ্ছাসেবক ইফতার তৈরির কাজে ব্যস্ত। কেউ শিঙাড়া বানাচ্ছেন, কেউ ছোলা ভাজছেন, কেউ আবার প্লেটে ইফতার সাজাচ্ছেন।

৩০ বছর ধরে এই আয়োজনে যুক্ত থাকা মোক্তার হোসেন জানান, ফজরের নামাজের পর থেকেই ইফতার তৈরির কাজ শুরু হয়। ছয় হাজার মানুষের ইফতার তৈরিতে সময় লাগে বিকেল পর্যন্ত। এরপর শুরু হয় ইফতার পরিবেশনের প্রস্তুতি। ইফতারে থাকে ভুনা ছোলা, শিঙাড়া, সিদ্ধ ডিম, ফিরনি, চিড়া, কলা খেজুর।

দিন গড়ানোর সঙ্গে সঙ্গে ইফতারের মাঠে জড়ো হতে থাকেন হাজারো মানুষ। তালা উপজেলার খলিষখালী থেকে আসা মেহেদী হাসান বলেন, ‘প্রতি বছরই এখানে ইফতারে অংশ নিতে আসি। খানবাহাদুর আহ্ছানউল্লাহ (রা.)-এর পাক রওজা শরিফে ইফতার করা মানে এক অন্যরকম অনুভূতি।

নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সূত্রে জানা যায়, ১৯৩৫ সালে খানবাহাদুর আহ্ছানউল্লাহ মিশন প্রতিষ্ঠার পর থেকেই এই ইফতার আয়োজনের সূচনা। তার মৃত্যুর পরও মিশন কর্তৃপক্ষ এই ঐতিহ্য ধরে রেখেছে। বর্তমানে তিন শতাধিক স্বেচ্ছাসেবক এই বিশাল আয়োজনের দায়িত্ব পালন করেন।

নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, ‘নলতা রওজা শরিফের ইফতার মাহফিল দেশের বৃহত্তম ইফতার আয়োজন। দেশ-বিদেশের অনুসারীদের আর্থিক সহযোগিতায় প্রতি বছর এই আয়োজন করা হয়।

সাতক্ষীরার এই ঐতিহ্যবাহী ইফতার মাহফিল ভ্রাতৃত্ব, সহমর্মিতা ইসলামের সাম্যের বার্তা বহন করে আসছে যুগের পর যুগ। পবিত্র রমজান মাসজুড়ে এই আয়োজন চলবে বলে জানান আয়োজকরা।

(ঢাকাটাইমস/৪মার্চ/মোআ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা