সরাইলে প্রশাসনের বাজার মনিটরিং, ছয় ব্যবসায়ীকে জরিমানা

সরাইলে পবিত্র রমজানে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে মঙ্গলবারে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ব্যবসায়ীকে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে। কালিকচ্ছ বাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মনীরা কায়ছান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মনীরা কায়ছান বলেন, অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করার দায়ে ২ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। বাজারে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের পণ্যের মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন, নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয় এবং ক্রয়-বিক্রয় রসিদ সংরক্ষণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে সোমবার উপজেলার বারিউড়া ও সরাইল বড় বাজারে দ্রব্যমূল্য সহনশীল রাখতে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের পণ্যের মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন, নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয় এবং ক্রয়-বিক্রয় রসিদ সংরক্ষণ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। ওই সময় ৪ ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে পবিত্র রমজান মাসে শুরুতে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং কার্যক্রমের প্রশংসা করছেন স্থানীয়রা।
(ঢাকাটাইমস/৪মার্চ/মোআ)

মন্তব্য করুন