প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে অব্যাহতি, সাবেক সভাপতিসহ ছয়জনের বিরুদ্ধে মামলা

রাঙ্গুনিয়া উপজেলার উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে জোরপূর্বক অব্যাহতিপত্রে স্বাক্ষর নিয়ে স্কুল ত্যাগে বাধ্য করার অভিযোগ উঠেছে। এই ঘটনার দুই বছর পর ওই বিদ্যালয়ের সাবেক সভাপতি, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ছয়জনের নাম উল্লেখ করে আদালতে মামলা করেছেন ভুক্তভোগী স্কুল শিক্ষক আলমগীর হোসেন।
সোমবার (৩ মার্চ) বিকালে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৩ এ মামলাটি করেন তিনি।
মামলার বিবাদীরা হলেন, উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ও স্কুলটির পরিচালনা কমিটির সাবেক সভাপতি জসিম উদ্দিন তালুকদার (৫০), স্কুলের বর্তমান সহকারী প্রধান শিক্ষক হারুন অর রশিদ (৫৫), স্থানীয় গিয়াস উদ্দিন শওকত (৫০), খোরশেদ আলম (৪৮), আবদুল্লাহ আল মামুন (৪৫) ও মীর গোলাম মোস্তফা বাবুল (৫৫)।
এছাড়া অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে বিবাদী করা হয়েছে। তারা সবাই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বলে জানা যায়।
মামলার সত্যতা নিশ্চিত করে বাদীর আইনজীবী অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন মুঠোফোনে জানান, মামলাটি পিবিআইকে তদন্তের জন্য দিয়েছেন আদালত। আগামী ৭ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য্য করা হয়েছে।
(ঢাকাটাইমস/৪মার্চ/মোআ)

মন্তব্য করুন