সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের বাসায় তল্লাশি, যে ‘তথ্য’ ছিল ছাত্র-জনতার কাছে

সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের ঢাকার বাসায় তল্লাশি চালিয়েছে ‘ছাত্র-জনতা’।
মঙ্গলবার রাত ১২টার দিকে রাজধানীর গুলশান-২ নম্বরে শাহাবুদ্দিন পার্কের পাশের ওই বাসায় তল্লাশি চালানো শুরু হয়।
‘ছাত্র-জনতা’ বিপুল পরিমাণ ‘অবৈধ টাকা লুকিয়ে রাখার তথ্য’ পায়। এরপর বাড়িটি ঘেরাও করে তারা। খবর পেয়ে গুলশান থানা পুলিশ সেখানে যায়। তবে রাত ১টা পর্যন্ত ওই বাসা থেকে কাউকে আটক বা টাকা জব্দের খবর পাওয়া যায়নি।
গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মো. শামিম বলেন, পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
বাড়িটি তল্লাশি করা সমন্বয়ক পরিচয় দেওয়া রাজিব সরদার বলেন, “আমাদের কাছে তথ্য আছে এই বাসায় অস্ত্র, মাদক ও কালোটাকাসহ জুলাই গণহত্যার আসামিরা লুকিয়ে আছেন। আমরা তল্লাশি চালিয়েছি। পুলিশ ও সেনাবাহিনী এসেছে। সেনাবাহিনী দোতলায় তল্লাশি চালালে আসামিদের পাওয়া যাবে।”
উল্লেখ্য, তানভীর ইমাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচ টি ইমামের ছেলে।
(ঢাকাটাইমস/০৫মার্চ/এফএ)

মন্তব্য করুন