তরুণ বিমান উদ্ভাবক জুলহাসের পাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ মার্চ ২০২৫, ১৬:১৬
অ- অ+

নিজের তৈরি বিমানে আকাশে উড়ে চমক সৃষ্টি করা মানিকগঞ্জের শিবালয় উপজেলার ষাইটঘর তেওতা এলাকার তরুণ উদ্ভাবক জুলহাস মোল্লার পাশে দাঁড়িয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ বুধবার (৫ মার্চ)) দুপুরে শিবালয় উপজেলার জাফরগঞ্জ বাজার এলাকায় গিয়ে জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা এবংআমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন জুলহাসের হাতে ৫০ হাজার টাকা তুলে দেন।

জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা বলেন, ‘জুলহাস নিজে বিমান তৈরি করে আকাশে উড়িয়েছে, যা শুধু মানিকগঞ্জ নয়, পুরো দেশের জন্যই গর্বের বিষয়। সংবাদমাধ্যমের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খবর জানতে পারেন। তিনি জুলহাসের মেধার স্বীকৃতি হিসেবে ৫০ হাজার টাকা সহায়তা দিয়েছেন। আমরা সরেজমিনে এসে জুলহাসের উদ্ভাবনী প্রতিভা দেখে অভিভূত হয়েছি।’

সময় স্থানীয় বিএনপি অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

জুলহাস মোল্লা পেশায় একজন ইলেকট্রিশিয়ান। দীর্ঘ চার বছর ধরে নিজের তৈরি বিমানের সফল উড্ডয়নের চেষ্টা চালিয়ে আসছিলেন তিনি। অবশেষে গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে যমুনার চরে আনুষ্ঠানিকভাবে বিমানটি নিয়ে আকিাশে ওড়েন তিনি।

তার তৈরি বিমানটি প্রায় ৫০ ফুট ওপরে উঠে সফলভাবে অবতরণ করে, যা উপস্থিত সবাইকে বিস্মিত করে।

(ঢাকাটাইমস/৫মার্চ/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা