রাচিন-উইলিয়ামসনের জোড়া সেঞ্চুরিতে নতুন রেকর্ড নিউজিল্যান্ডের

চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের উইকেট যেন হাইওয়ে রোড। টস জিতে ফ্লাট উইকেটে রান উৎসব করল নিউজিল্যান্ড। রাচিন রবীন্দ্র এবং কেন উইলিয়ামসনের জোড়া সেঞ্চুরিতে ভর করে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহ তুলেছে কিউইরা।
লাহোরে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৬২ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ১০৮ রান করেছেন রাচিন। তাছাড়া ১০২ রান এসেছে উইলিয়ামসনের ব্যাট থেকে।
নিউজিল্যান্ডের হয়ে আজ ওপেনিংয়ে নামেন উইল ইয়াং ও রাচিন রবীন্দ্র। শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন তারা। প্রথম সাত্র ওভারেই তুলে নেন ৪৪ রান। তবে এরপরের ওভারেই ঘটে ছন্দপতন।
অষ্টম ওভারে লুঙ্গি এনগিডির বলে মিড অফে এইডেন মার্করামের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান উইল ইয়াং। আউট হওয়া আগে করেন ২৩ বলে ২১ রান। তার বিদায়ে ৪৮ রানে প্রথম উইকেট হারায় কিউইরা।
লুঙ্গি এনগিডি ফিরে গেলে কেন উইলিয়ামসনকে নিয়ে জুটি গড়েন রাচিন রবীন্দ্র। জুটি গড়ে দুই ব্যটারই চড়াও হয়ে খেলতে থাকেন নিউজিল্যান্ডের বোলারদের ওপর। কিউই বোলারদের ওপর চড়াও হয়ে দুই ব্যাটারই তুলে নেন জোড়া অর্ধশতক।
রাচিন রবীন্দ্র ৪৭ বলে আর কেন উইলিয়ামসন ৬১ বলে তুলে নেন অর্ধশতক। অর্ধশতক তুলে নেওয়ার পর ৯৩ বলে নিজের সেঞ্চুরি পূর্ণ করেন রাচিন রবীন্দ্র। ওয়ানডে ক্যারিয়ারে আজ পঞ্চম সেঞ্চুরি পেয়েছেন তিনি। আর এই পাঁচ সেঞ্চুরির সবকটিই করেছেন আইসিসি ইভেন্টে। তার সেঞ্চুরি ভর করে ৩২ ওভারেই দলীয় ২০০ রান পূর্ণ করে নিউজিল্যান্ড।
শতক তুলে নেওয়ার পর নিজের ইনিংসকে আর বেশিদূর নিয়ে যেতে পারেননি তিনি। ১০১ বলে ১০৮ রান করে কাগিসো রাবাদার বলে উইকেটরক্ষক হেনরিখ ক্লাসেনের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান সাজঘরে। তার বিদায়ে ভাঙে ১৬৪ রানের জুটি।
রাচিনের দেখানো পথে হেঁটেছেন উইলিয়ামসনও। হাঁকিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের পনেরোতম সেঞ্চুরি। তবে সেঞ্চুরি করে বেশিক্ষণ টেকেননি সাবেক এই অধিনায়ক। ৪০তম ওভারের পঞ্চম বলে তাকে ফিরিয়েছেন মুল্ডার। ৯৪ বলে ১০ চার ও ২ ছয়ে ১০২ রান করেন উইলিয়ামসন। এর এক ওভার পরে টম লাথামও (৪) আউট হয়ে যান।
এরপর পঞ্চম উইকেট জুটিতে ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস ঝড় তোলেন। মাত্র ৩০ বলে ৫৭ রান যোগ করে এই জুটি। মিচেল ৩৭ বলে ৪ চার ও ১ ছয়ে ৪৯ রান করে এনগিডির বলে আউট হন।
ব্রেসওয়েলের সঙ্গে আরেকটি জুটি গড়েন ফিলিপস। ব্রেসওয়েল ১২ বলে ১৬ রান করে আউট হলেও অপরাজিত থাকেন ফিলিপস। তার হাত ধরেই চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়ে কিউইরা। মাত্র ২৭ বলে ৬ চার ও ১ ছয়ে ৪৯ রানে অপরাজিত থাকেন ফিলিপস। ১ বলে ২ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক স্যান্টনারও।
নিউজিল্যান্ডের ৬ উইকেটে ৩৬২ রানই চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো দলের সর্বোচ্চ সংগ্রহ। এর আগে এবারের আসরেই দুইবার এই রেকর্ড ভেঙেছে। গ্রুপ পর্বে লাহোরেই ইংল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটে ৩৫৬ রান তুলেছিল অস্ট্রেলিয়া। তারা সেই ম্যাচেই ইংলান্ডের ৮ উইকেটে ৩৫১ রানের রেকর্ড ভেঙে এই রান করেছিল।
(ঢাকাটাইমস/০৫ মার্চ/এনবিডব্লিউ)

মন্তব্য করুন