খিলগাঁওয়ে ১৪ মামলার আসামি চাঁদাবাজ সম্রাট গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ মার্চ ২০২৫, ১২:০৪| আপডেট : ০৬ মার্চ ২০২৫, ১৩:৪৮
অ- অ+

রাজধানীর খিলগাঁও এলাকা থেকে মো. সম্রাট ওরফে সানি (১৪) নামে এক চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে খিলগাঁও থানায় ৮টিসহ ডিএমপির বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে।

বুধবার সন্ধ্যায় খিলগাঁওয়ের গোরান এলাকা থেকে খিলগাঁও থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন ঢাকা টাইমসকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, “খিলগাঁও থানায় দায়েরকৃত ৩২ নম্বর মামলায় বৃহস্পতিবার সন্ধ্যায় খিলগাঁওয়ের গোরান থেকে চিহ্নিত চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে।”

তিনি আরও জানান, খিলগাঁও থানায় আট মামলাসহ, রামপুরা ও সবুজবাগ থানায় তার বিরুদ্ধে আরও ছয়টি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

(ঢাকাটাইমস/০৬মার্চ/এলএম/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা