সিরাজদিখানে পুলিশের অল আউট অভিযান 

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ মার্চ ২০২৫, ২০:০০
অ- অ+

মুন্সীগঞ্জের সিরাজদিখানে অল-আউট অভিযান চালিয়েছে পুলিশ। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার মালখানগর, রশুনিয়া কোলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মোহাম্মদ ফিরোজ কবিরের নেতৃত্বে এই অভিযানে অংশ নেন সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার এন এম ইমরান খান, সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন, পুলিশ পরিদর্শক তদন্ত হাবিবুর রহমানসহ পুলিশ ডিবির সদস্যরা।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মোহাম্মদ ফিরোজ কবির বলেন, ‘মাদকের অপব্যবহার থেকে বিভিন্ন ধরনের অপরাধের সৃষ্টি হয়। সে কারণে চলমান অভিযানের অংশ হিসেবে মাদক ব্যবসায়ী মাদকের অপব্যবহারকারীদের বিরুদ্ধে অলআউট অভিযান শুরু করেছি। পর্যায়ক্রমে এই অভিযান সারা জেলায় পরিচালনা করা হবে।’

(ঢাকাটাইমস/৮মার্চ/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা