বগুড়ায় পুকুরপাড়ে মিলল স্কুলছাত্রের মরদেহ  

বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ মার্চ ২০২৫, ১১:২৫| আপডেট : ০৯ মার্চ ২০২৫, ১১:৫৩
অ- অ+

বগুড়ার গাবতলীর উঞ্চুরকী উত্তরপাড়া এলাকার এক পুকুরপাড় থেকে সিফাত (১৩) নামে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার রাত ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সিফাত ওই গ্রামের হাবিজার রহমান মোল্লার ছেলে। সে গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল।

নিহতের স্বজনদের বরাত দিয়ে তিনি জানান, সিফাত ইফতার শেষ বাড়ি থেকে বের হয়। এরপর রাত ৯টার দিকে স্থানীয় লোকজন উঞ্চুরকী উত্তরপাড়া ঈদগাহ মাঠ সংলগ্ন পুকুরপাড়ে সিফাতকে পড়ে থাকতে দেখে। পরে লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে গাবতলী উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সিফাতকে মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানান, সিফাতের গলায় হাতের আঙুলের দাগ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তাকে গলাটিপে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে। পুলিশ এ ঘটনায় হত্যাকারীকে ধরার জন্য অভিযান চালিয়ে যাচ্ছে। মরদেহ থানা হেফাজতে আছে।

(ঢাকা টাইমস/০৯মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চুরি যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধারে গিয়ে মিলল আরও চারটি, গ্রেপ্তার ৩
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আদায়ে ঐক্যবদ্ধ হতে হবে: বিএনপির ভাইস চেয়ারম্যান কায়কোবাদ
পুরানা পল্টনের সাব্বির টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৭ ইউনিট
যারা নির্বাচন পেছাতে চায় তারা ফ্যাসিবাদকে আমন্ত্রণ জানাচ্ছে : সালাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা