মোহাম্মদপুরে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ মার্চ ২০২৫, ২৩:৪৬| আপডেট : ১১ মার্চ ২০২৫, ২৩:৫৬
অ- অ+

রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে অস্ত্রের মুখে জিম্মি করে আলোচিত ডাকাতির ঘটনার অন্যতম প্রধান আসামি মো. আনোয়ারকে (৩১) গ্রেপ্তার করেছে র‍্যাব।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুর থেকে র‍্যাব-২ এর একটি দল তাকে গ্রেপ্তার করে বলে জানিয়েছেন ব্যাটালিয়নটির সিনি. সহকারী পরিচালক (মিডিয়া) খান আসিফ তপু।

র‍্যাব জানায়, মামলার বাদী মোহাম্মদপুর থানাধীন চাঁদ উদ্যান এলাকায় একটি বাড়ির কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। গত ২৮ নভেম্বর রাত সাড়ে ৩টার দিকে অজ্ঞাতনামা ১৫/২০ জন দুস্কৃতিকারী ডাকাতির উদ্দেশ্যে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র, ছুরি, চাপাতি, সামুরাই নিয়ে ভিকটিমের বাড়িতে প্রবেশ করে ভয় ভীতি ও আতঙ্ক সৃষ্টি করে এবং ভিকটিম ও অন্যান্য ভাড়াটিয়াদের একটি রুমে মারধর করে আটকে রাখে। এ সময় ডাকাত দলের সদস্যরা বাসার ভেতরে থাকা সিসি ক্যামেরা ভেঙে ফেলে এবং কয়েকটি কক্ষ ভাঙচুর করে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ বিভিন্ন আসবাবপত্র ওয়ারড্রপ, লাগেজ, গ্যাস সিলিন্ডার চুলা, ফ্রীজ, সিলিং ফ্যান, সেলাই মেশিন এবং আরও অন্যান্য মালামাল নিয়ে তৎক্ষণাৎ একটি গাড়িতে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫/২০ জনকে আসামি করে মোহাম্মদপুর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। এ মামলায় আজ আনোয়ারকে মোহাম্মদপুর থানা এলাকা হতে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের তথ্যমতে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে হত্যা মামলা, ডাকাতি এবং নারী ও শিশু নির্যাতনসহ একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজধানীর মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/১১মার্চ/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গণতন্ত্রের সমাজভূমি নির্মিত হলেই শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা পাবে: তারেক রহমান
শেখ পরিবারের ৫ সদস্যের জমি-বাড়ি ক্রোক, রিসিভার নিয়োগের আদেশ
ধাওয়া খেয়ে পিছু হটল ভারতের চার যুদ্ধবিমান
নিজের ওপর চলা নির্যাতনের বর্ণনা দিয়ে বিচার চাইলেন রাশেদ খান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা