বেনাপোলে চোরাকারবারিদের ধাওয়া করে দুর্ঘটনায় প্রাণ গেল বিজিবি সদস্যের

বেনাপোল প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ মার্চ ২০২৫, ১০:৪৮| আপডেট : ১২ মার্চ ২০২৫, ১১:১৪
অ- অ+

বেনাপোলের পুটখালী সীমান্তে চোরাকারবারিদের ধাওয়া করতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোজাম্মেল হোসেন (৪৫) নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। এসময় দেলোয়ার হোসেন (৪৪) নামে আরও এক বিজিবি সদস্য গুরুতর আহত হন।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পুটখালী সীমান্তের আহমদ ব্রিজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

বিজিবি জানায়, গোপন সংবাদে তারা জানতে পারেন ভারত থেকে পাচার করে আনা মাদকের একটি চালান নিয়ে সীমান্তের বারোপোতা বাজারে চোরাকারবারিরা অবস্থান করছে। এমন সংবাদে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধীনে পুটখালী বিওপির মসজিদ বাড়ি পোস্টে কর্মরত সিপাহী মোজাম্মেল হোসেন ও হাবিলদার দেলোয়ার হোসেন দ্রুত গতিতে মোটরসাইকেলযোগে তাদের ধাওয়া করতে গিয়ে আহমদ ব্রিজ নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তারা রাস্তার পাশে ছিটকে পড়েন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মোজাম্মেলকে মৃত ঘোষণা করেন। আহত দেলোয়ারকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

সিপাহী মোজাম্মেল হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল খুরশিদ আনোয়ার। তিনি বলেন, ‘চোরাকারবারিদের ধরতে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।’

(ঢাকাটাইমস/১২মার্চ/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওষুধ ছাড়াই ঘরোয়া উপায়ে দূর করুন হজমের সমস্যা
সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে বাংলাদেশ: প্রেস সচিব
মে দিবস ২০২৫-এ বয়ে আনুক কর্মজীবীদের আশার আলো
৩২ বছর পর ৩১ জুলাই হতে যাচ্ছে জাকসু নির্বাচন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা