মাতুয়াইলে গণধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার পলাতক আসামি গ্রেপ্তার

রাজধানীর মাতুয়াইল থেকে গণধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার পলাতক আসামি ফাহিমকে (২৩) গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) শামীম হাসান সরদার ঢাকা টাইমসকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রাজধানী কদমতলী এলাকায় বসবাসকারী ভিকটিম (২৪) তার টিকটক আইডির মাধ্যমে প্রিন্স নামক আইডির সঙ্গে পরিচয় হয়। কথাবার্তার একপর্যায়ে ভিকটিম প্রিন্সকে তার স্বামী বিদেশ যাবে বলে ১ লাখ ২০ টাকা প্রয়োজনের কথা জানায়। গত ৫ মার্চ দুপুরে প্রিন্স ভিকটিমকে টাকা প্রদানের প্রলোভন দেখিয়ে রাজধানীর কদমতলী থানাধীন দক্ষিণ জনতাবাগের একটি ভাড়া বাসায় নিয়ে যায়। অতঃপর ভিকটিমের সন্দেহ হলে ওই বাসা হতে বের হতে চাইলে প্রিন্সসহ অপরাপর আসামিরা ঘরের দরজা বন্ধ করে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে এবং তাদের মোবাইলে ভিডিও ধারণ করে। একই সঙ্গে ওই ভিডিও বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেয়।
এ ঘটনায় ভিকটিম (২৪) গণধর্ষণ ও ধারণকৃত ভিডিও-এর বিষয়টি তার স্বামীসহ পরিবারের অন্যান্য সদস্যদের জানায়। এরপর ভিকটিম বাদী হয়ে কদমতলী থানায় অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে একটি গণধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা দায়ের করে। মামলার তদন্ত কর্মকর্তার অভিযাচনপত্রের ভিত্তিতে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে ফাহিম হাসান গ্রেপ্তার করে র্যাব-১০ এর একটি দল।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৩মার্চ/এলএম/এমআর)

মন্তব্য করুন