চার মাসের জন্য মাঠের বাইরে মার্ক উড

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ মার্চ ২০২৫, ১৩:৪৫
অ- অ+

সময়টা ভালো যাচ্ছে না ইংল্যান্ড ক্রিকেট দলের। চ্যাম্পিয়ন্স ট্রফির তিন ম্যাচের সবগুলোতে হেরে বড়সড় ধাক্কা খেয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। সেই ধাক্কায় নতুন মাত্রা যোগ করেছে মার্ক উডের ইনজুরি। চোটের কারণে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন দ্রুতগতির এই পেসার।

সময়ের অন্যতম সেরা গতি তারকা মার্ক উড। এমন দ্রুতগতির বোলাররা স্বাভাবিকভাবেই চোট প্রবণ হয়ে থাকেন। কিন্তু উডের সঙ্গে চোটের বন্ধুত্বটা যেন একটু বেশিই। চোট কাটিয়ে মাস কয়েক খেলার পরই আবারো চোটে পড়লেন উড।

এবার ৪ মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন তিনি। ফলে মাস তিনেকের বেশি সময় পর শুরু হতে যাওয়া ভারত সিরিজ মিস করতে পারেন তিনি।

গত মাসে লাহোরে আফগানিস্তানের বিপক্ষে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যায় ইংল্যান্ড। সেদিনই আফগানদের বিপক্ষে বোলিং করার সময় হাঁটুর চোটে পড়েছিলেন উড। নিজের চতুর্থ ওভারে বোলিং করার সময় হাঁটুতে ব্যথা অনুভব করেন তিনি। ফলে সেই সময় মাঠ থেকে উঠে যান ডানহাতি এই পেসার।

৩৮ মিনিট পর অবশ্য আবারও মাঠে ফেরেন উড। তবে বাকি ৬ ওভারের সবটা শেষ করতে পারেননি ৩৫ বছর বয়সী ইংলিশ এই পেসার।

২০২৪ সালের শুরু থেকেই হাঁটুর সমস্যা নিয়ে ভুগছেন উড। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে পাকিস্তান থেকে দেশে ফেরার পর স্ক্যান করানো হলে জানা যায়, উডের লিগামেন্টের মিডিয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে।

এমন অবস্থায় বুধবার (১২ মার্চ) সকালে লন্ডনে উডের হাঁটুর অস্ত্রোপচার করানো হয়েছে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বিবৃতিতে নিশ্চিত করেছে আগামী ৪ মাস মাঠের বাইরে থাকতে হবে উডকে।

ইসিবির ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে উড বলেন, 'গত বছরের শুরু থেকেই লম্বা সময় ধরে সব ফরম্যাটে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করছি। আমি অনেক আত্মবিশ্বাস পেয়েছি, হাঁটুর ইনজুরি শেষ আত্মবিশ্বাস নিয়ে জ্বলে উঠব। সার্জন, ডাক্তার, স্টাফ এবং ইংল্যান্ডের সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই সমর্থনের জন্য। অবশ্যই ভক্তদেরও ধন্যবাদ জানাতে চাই। দলের হয়ে অবদান রাখতে মুখিয়ে আছি।' সবকিছু ঠিকঠাক থাকলে জুলাইয়ের শেষদিকে আবার মাঠে ফিরতে পারেন উড।

(ঢাকাটাইমস/১৪ মার্চ/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আধুনিক বিমান বাহিনী গড়ে তুলতে প্রচেষ্টা অব্যাহত থাকবে: প্রধান উপদেষ্টা
বগুড়ায় অ‌টো‌রিকশা চালক হত্যার দায়ে দুজ‌নের মৃত্যুদণ্ড
রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন 
ক্রান্তিকালে দেশ, আয় কমছে শ্রমজীবী মানুষের: রিজভী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা