রোনালদোর ৯২৮তম গোল, ১০ জন নিয়েও জয় পেয়েছে আল নাসর

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ মার্চ ২০২৫, ১৪:৫৩| আপডেট : ১৫ মার্চ ২০২৫, ১৪:৫৭
অ- অ+

বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজের পায়ের জাদুতে ফুটবল মাঠে একের পর এক গোল করেই যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪০ বছর বয়সেও প্রতিপক্ষ রক্ষণে রীতিমতো ভীতি ছড়াচ্ছেন এই পর্তুগিজ তারকা।

শুক্রবার (১৪ মার্চ) সৌদি প্রো লিগে আরও একবার দেখা গেল রোনালদোর ভয়ঙ্কর রূপ। আল খোলুদের বিপক্ষে তিনি পেলেন জালের দেখা। তার দুর্দান্ত এক গোলের রাতে ১০ জনের দল নিয়েও ৩-১ ব্যবধানে জয় পেয়েছে আল নাসর।

সৌদি প্রো লিগে এবারের মৌসুমে আল নাসর খুব একটা সুবিধা করতে না পারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল রোনালদো। লিগটিতে এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলস্কোরার পর্তুগিজ তারকা। ২৪ ম্যাচে তিনি করেছেন ১৯ গোল। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৯২৮ গোল হয়ে গেছে রোনালদোর। ১০০০ গোলের জগতে পা রাখতে চাই আর ৭২ গোল।

এদিন ম্যাচের চতুর্থ মিনিটেই আল নাসরকে লিড এনে দেন রোনালদো। বাঁ প্রান্ত ধরে আক্রমণে উঠে জন ডুরানকে পাস দিয়েছিলেন সাদিও মানে। কলম্বিয়ান ফরোয়ার্ড গোলমুখে বল পেয়েও জাল খুঁজে নিতে ব্যর্থ হন। তার শট বারে লেগে ফিরে আসে রোনালদোর সামনে। সুযোগ পেয়ে কাজে লাগাতে কোনো ভুল করেননি সিআরসেভেন। গোলরক্ষক ও দুই ডিফেন্ডারের ফাঁকে খুঁজে নেন ঠিকানা।

২৬তম মিনিটে আল নাসরের দ্বিতীয় গোলেও ছিল রোনালদোর অবদান। মাঝমাঠ থেকে ডি-বক্সের বাঁ প্রান্তে তিনি লম্বা পাস বাড়ান আল নাজদিকে। তিনি পাস দেন গোলমুখে থাকা সাদিও মানেকে। বাকিটা সেরে নেন সেনেগালিজ ফরোয়ার্ড। বিরতির আগেই ব্যবধান ৩-০ করে নেয় আল নাসর। ৪১তম মিনিটে ডি-বক্সের ঠিক বাইরে থেকে নিচু শটে বল জালে জড়ান ডুরান।

বিরতির পর ১০ জনের দলে পরিণত হয় আল নাসর। ৫৬তম মিনিটে প্রতিপক্ষের খেলোয়াড়কে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন নাওয়াফ বউশাল। তবে একজন কম নিয়ে খেললেও আল নাসরকে খুব বেশি চাপে ফেলতে পারেনি খোলুদ। ৭২তম মিনিটে বক্সের বাইরে থেকে জ্যাকসন মুলেকার জোরালো শটে একটি গোল শোধ করে খোলুদ। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানেই শেষ হয় ম্যাচ।

সৌদি প্রো লিগে দুই ম্যাচ পর জয়ে ফেরা আল নাসর ২৫ ম্যাচে ১৫ জয়, ৬ ড্র ও ৪ হারে ৫১ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে। শীর্ষে থাকা আল-ইত্তিহাদের সঙ্গে সমান ম্যাচে তাদের পয়েন্ট ব্যবধান ১০। এক ম্যাচ কম খেলা আল হিলাল ১৭ জয়, ৩ ড্র ও ৪ হারে ৫৪ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। আর ২৫ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে ১০-এ অবস্থান আল খোলুদের।

(ঢাকাটাইমস/১৫ মার্চ/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সারা দেশে জুন মাসে ৬৭১টি সড়ক দুর্ঘটনায় ৭১১ জন নিহত হয়েছে: যাত্রী কল্যাণ সমিতি
হাত-পা ছাড়াই জন্ম নেওয়া সেই লিতুন জিরা এসএসসিতে জিপিএ-৫ পেয়ে নজর কাড়লো
বিজিবি'র ১০৩তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপ্তি, শপথ নিল ৬৯৪ নবীন সৈনিক
এসএসসিতে জিপিএ-পাঁচ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার শিক্ষার্থী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা