রাঙামাটিতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ১

রাঙামাটি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ মার্চ ২০২৫, ১২:৫৫| আপডেট : ১৬ মার্চ ২০২৫, ১৩:০৬
অ- অ+

রাঙামাটির মানিকছড়ি-সাপছড়ি এলাকায় আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের সঙ্গে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এর গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে নির্মল চাকমা নামে ইউপিডিএফের এক সদস্য নিহত হয়েছেন।

রবিবার সকালে খামারপাড়া নড়াইছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। দলটির মুখমাত্র অংগ্য মারমা ও পুলিশ নিহতের ঘটনা নিশ্চিত করেছে।

ইউপিডিএফের মুখমাত্র অংগ্য মারমা জানান, জনসংহতি সমিতির সশস্ত্র সদস্যদের হামলায় আমাদের একজন কর্মী নিহত হয়েছেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এছাড়া খুনিদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দীন জানান, মানিকছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে ইউপিডিএফের একজন নিহত হওয়ার খবর পেয়েছি। স্থানীয় ইউপি মেম্বার বিষয়টি আমাকে নিশ্চিত করেছেন। পুলিশ ঘটনাস্থলে গেলে বিস্তারিত জানাতে পারবো।

তবে এই ঘটনায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) দায়িত্বশীল কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

(ঢাকা টাইমস/১৬মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা