মধুখালীতে ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ মার্চ ২০২৫, ১৩:০৬
অ- অ+

ফরিদপুরের মধুখালী থেকে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তারকৃত আসামির নাম মো. গাজী বিশ্বাস (৩২)। তিনি মধুখালী থানার একটি মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত আসামি।

শনিবার রাতে মধুখালীর বনানী সড়ক এলাকা থেকে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

রবিবার ব্যাটালিয়নটির মিডিয়া শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, ফরিদুপরের মধুখালী থানার একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তারকৃত আসামিকে সাত বছরের সাজা দেয় আদালত। কিন্তু এতদিন বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন তিনি। অবশেষে গতকাল রাত ১১টার দিকে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় মধুখালী পৌরসভার বনানী সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৬মার্চ/এলএম/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যে কারণে ৩৬ রিয়েল এস্টেট কোম্পানির নিবন্ধন বাতিল করল সরকার
গ্রীষ্মে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে: বিপিডিবি চেয়ারম্যান
উত্তরা, আগারগাঁও, কচুক্ষেতে জোরপূর্বক গুমের প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা
বৈষম্যবিরোধীরা রক্ষীবাহিনী মতো আচরণ করছে: ছাত্রদল সম্পাদক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা