সোনারগাঁয়ে শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের দলরদীতে দলরদী আল ইহ্সান যুব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে উপজেলার দলরদীতে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলরদী আল ইহ্সান যুব কল্যাণ ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সাইদুল ইসলাম নীরব। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাই টিভির বিশেষ প্রতিনিধি ইউসুফ আলী। বিশেষ অতিথি ছিলেন ২ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আব্দুল হালিম।
অন্যদের মাঝে নজরুল ইসলাম, আলী আহাম্মদ, কামরুল হাসান, শাহ আলম, দুলাল হোসেন, মুহিবুল্লাহ, সাব্বির আহমেদ, বাবুল আহমেদ, আকিব হোসেন, এস.কে সাদ্দাম, রিপন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
খাদ্যসামগ্রীর মধ্যে ছিল পেঁয়াজ, আলু, ছোলা, সয়াবিন তেল, খেজুর, সেমাই, চিনি ও মুড়ি। এ সব খাদ্যসামগ্রী শতাধিক পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
(ঢাকা টাইমস/১৬মার্চ/জেবি/এসএ)

মন্তব্য করুন