ডিপিএল: বল হাতে তাসকিনের ‘সেঞ্চুরি’, গড়লেন বিব্রতকর রেকর্ড

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ মার্চ ২০২৫, ১৫:১১
অ- অ+

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ষষ্ঠ রাউন্ডের প্রথম দিনে মঙ্গলবার তিনটি ম্যাচ চলেছে। বিকেএসপির ৪ নম্বর মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে প্রথম ব্যাট করেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। আর সেখানেই বল হাতে পুরোপুরি ব্যর্থ ছিলেন তাসকিন আহমেদ।

আজকের দিনটি তাসকিন আহমেদের না। বল হাতে শতরান দিয়ে গড়েছেন বিব্রতকর এক রেকর্ড। গাজী গ্রুপ ক্রিকেটার্সের ব্যাটিং ঝড়টা গিয়েছে এই টাইগার পেসারের ওপর দিয়েই। এনামুল হক বিজয় তো বটেই অন্য ব্যাটাররাও বেশ চড়াও হন তাসকিনের ওপর।

গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ১০ ওভারে ১০৭ রান খরচ করেছেন তাসকিন। এতেই এক বিব্রতকর রেকর্ড গড়েছেন এই টাইগার পেসার। দেশের ক্রিকেটে বোলারদের মধ্যে সবচেয়ে খরুচে বোলার এখন তাসকিন আহমেদ।

মঙ্গলবার (১৮ মার্চ) বিকেএসপির চার নম্বর মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্সের সঙ্গে ম্যাচে তাসকিন এ বাজে কীর্তি করেন। ১০ ওভারে ১০৭ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি।

লিস্ট-এ ক্রিকেটে (ঢাকা লিগ) বাংলাদেশের কোন একক বোলারের এটাই সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড। বাংলাদেশি বোলারদের মধ্যে লিস্ট-এ ম্যাচে এর আগে একশোর বেশি রান দেওয়ার নজির দুটি। ২০১১ সালে দক্ষিণ আফ্রিকা 'এ' দলের বিপক্ষে বাংলাদেশ 'এ' দলের হয়ে ১০ ওভারে ১০৪ রান দিয়েছিলেন শাহাদাত হোসেন রাজিব।

ঢাকা প্রিমিয়ার লিগে সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড ছিলো ইকবাল হোসেন ইমনের। আবাহনী লিমিটেডের বিপক্ষে ৯ ওভারে তিনি দিয়েছিলেন ১০৪ রান। বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিনই এই দুজনকেই ছাড়িয়ে এ লজ্জার রেকর্ডের মালিক হলেন।

তাসকিনের বাজে বোলিংয়ে ম্যাচে ৫০ ওভারে ৩৩৬ রান করেছে গাজী গ্রুপ। এনামুল হক বিজয় ১৪৩ বলে ১৪৯ রানের অপরাজিত ইনিংস খেলেন। পরে তরুণ তোফায়েল মিডল অর্ডারে নেমে ঝড়ো ২৯ বলে ৬৩ রান করেন।

(ঢাকাটাইমস/১৮ মার্চ/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন 
ক্রান্তিকালে দেশ, আয় কমছে শ্রমজীবী মানুষের: রিজভী
পিপিএম পদক পেলেন এসপি কুদরত-ই-খুদা
বিভেদের রাজনীতি আমাদের ঐতিহ্য নষ্ট করেছে: মির্জা ফখরুল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা