ইতালিতে স্বেচ্ছাসেবকদলের ইফতার মাহফিল ও আলোচনা সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল ইতালি উত্তরের আয়োজনে মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে দলীয় নেতাকর্মীদের নিয়ে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার স্থানীয় একটি হলরুমে স্বেচ্ছাসেবকদল ইতালি উত্তরের আহ্বায়ক আজমত উল্লাহ শিকদার রবিনের সভাপতিত্বে সদস্য সচিব নূর হোসেন জমিরের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সহ সভাপতি পদমর্যাদা নাসির আহমেদ শাহীন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক যুগ্ম সম্পাদক পদমর্যাদা মো. সেলিম হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মিলান বিএনপির সাবেক প্রধান উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুন, সাবেক সভাপতি হোসাইন মোহাম্মদ মনির।
ইফতার মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকদল ইতালি উত্তরের আওতাধীন ছয়টি শহর তরিনো, পাদোভা, ভেনিস, ভিসেন্সা, ব্রেসিয়া ও মিলান মহানগর স্বেচ্ছাসেবকদলের নেতৃবৃন্দরা।
(ঢাকা টাইমস/২০মার্চ/এসএ)

মন্তব্য করুন