ডিপিএল: ব্যাট হাতে ব্যর্থ তামিম-মুশফিক, হৃদয়ের ফিফটিতে দুইশ পার

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ মার্চ ২০২৫, ১৫:০৬
অ- অ+

শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সপ্তম রাউন্ডের খেলা। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ধানমন্ডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে মাঠে নেমেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তারকায় ঠাসা মোহামেডান আগে ব্যাট করতে নেমে তেমন সুবিধা করতে পারেনি।

ব্যাট হাতে ব্যর্থ তামিম-মুশফিকরা, শেষ পর্যন্ত তাওহীদ হৃদয়ের ফিফটিতে তারা দুইশ (৬ উইকেটে ২১৬) পার করেছে।

এদিন তাদের মোহামেডানের শুরুটাই ছিল ধীরগতির। ওপেনিং জুটিতে ১৪.৪ ওভারে আসে ৪৬ রান। এরপরই অধিনায়ক তামিম ইকবাল ফিরেছেন ২৬ রান করে। রান পাননি মুশফিকুর রহিমও, অভিজ্ঞ এই ব্যাটার মাত্র ৬ রানে বিদায় নেন। রনি তালুকদার ও মাহিদুল ইসলাম অঙ্কন থিতু হলেও খেলেছেন স্লো ইনিংস। রনি ৪৪ ও অঙ্কন করেন ৩৯ রান। শেষ পর্যন্ত অপরাজিত থাকা হৃদয় সর্বোচ্চ ৫৩ রানে করলে ৫০ ওভারে ২১৬ রান করে মেহামেডান। ধানমন্ডির হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন কামরুল ইসলাম রাব্বি।

আরেক ম্যাচে বিকেএসপির ৩ নম্বর মাঠে মুখোমুখি হয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব এবং প্রাইম ব্যাংক। আগে ব্যাট করতে নেমে শাইনপুকুর সবকটি উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করেছে। তাদের পক্ষে ফারজান আহমেদ সর্বোচ্চ ৩৮ এবং শাহরিয়ার সাকিব করেন ২৯ রান। বিপরীতে প্রাইম ব্যাংকের হয়ে ৩টি করে উইকেট নেন নাজমুল ইসলাম অপু এবং শফিকুল ইসলাম।

বিকেএসপির ৪ নম্বর মাঠে লড়ছে গাজী গ্রুপ ক্রিকেটার্স এবং আবাহনী। বৃষ্টিতে খেলা শুরু হতে দেরি হওয়ায় ৩৬ ওভারে নেমে এসেছে ম্যাচ। আগে ব্যাট করা গাজী গ্রুপ আবাহনীকে ২০০ রানের লক্ষ্য দিয়েছে। গাজী গ্রুপের অধিনায়ক এনামুল হক বিজয় সর্বোচ্চ ৬৮ ও শামসুর রহমান শুভ ৪২ রান করেন। তাদের ৩৫.১ ওভারে অলআউট করার পথে আবাহনীর মুমিনুল হক নেন সর্বোচ্চ ৪ ‍উইকেট।

(ঢাকাটাইমস/২১ মার্চ/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর লক্ষ্য সরকারের: ড. খলিলুর রহমান
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ করিম শরীফ বাহিনীর ২ সদস্য আটক
বাঞ্ছারামপুরের শারীরিক নির্যাতনের শিকার শিশুর খোঁজ নিলেন তারেক রহমান  
কাজাখস্তানকে ৫-১ গোলে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা