‘মাদকসেবীদের সুস্থ জীবনে ফিরিয়ে আনতে সঠিক ধারণা প্রয়োজন’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ মার্চ ২০২৫, ১৬:০২
অ- অ+

মাদকসেবীদের সুস্থ জীবনে ফিরিয়ে আনতে চিকিৎসা প্রক্রিয়া সম্পর্কে অভিভাবকদের সঠিক ধারণা রাখা গুরুত্বপূর্ণ।

শনিবার (২২ মার্চ) রাজধানীর শ্যামলীর ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সভাকক্ষে আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের আয়োজনে ফ্যামিলি এডুকেশন সভায় চিকিৎসারত পরিবারদের এমন পরামর্শ দেন বক্তারা।

‘মাদকের বিরুদ্ধে হই সচেতন, বাঁচাই প্রজন্ম বাঁচাই জীবন’ এই স্লোগানকে সামনে রেখে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদের সভাপতিত্বে সভায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন মনোচিকিৎসক ডা. মো. আখতারুজ্জামান সেলিম।

মনোচিকিৎসক ডা. মো. আখতারুজ্জামান সেলিম বলেন, মাদক নির্ভরশীল ব্যক্তিদের চিকিৎসা নিয়ে অভিভাবকসহ সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে কিছু ভুল ধারণা বিরাজমান। মাদক নির্ভরশীলতা যে একটি জটিল পুন:আসক্তিমূলক মস্তিস্কের রোগ সে সম্পর্কে সুস্পষ্ট ধারণা আমাদের অনেকেরই নাই। যার ফলে অধিকাংশ মাদক নির্ভরশীল ব্যক্তি পূর্ণ মেয়াদে চিকিৎসা গ্রহণ করছে না। ফলে ফলপ্রসূ চিকিৎসা ব্যাহৃত হচ্ছে।

তিনি আরও বলেন, এই আসক্তি মূলক প্রক্রিয়া থেকে উত্তরণের জন্য পরিবারের ভূমিকা অতীব গুরুত্বপূর্ণ। সবার আগে পরিবারকে এগিয়ে আসতে হবে।

চিকিৎসারতদের অভিভাবকরা বলেন, ‘মাদক নির্ভরশীল রোগ শুধুমাত্র একজন ব্যক্তির ব্যক্তিগত ক্ষতি সাধন করে না একাধারে পারিবারিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষতিও সাধন করে থাকে। এটি একটি অসংক্রামক রোগ মনে হলেও আসলে তা একটি সংক্রমক রোগ যা একজনের থেকে অন্য জনে ছড়ায়। উপরন্তু এই রোগটি শারীরিকভাবে ছোঁয়াচে না হলেও এটি অন্যদের মানসিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে মারাত্মক ক্ষতি সাধন করে। তাই আমরা এই সমস্যাকে ছোঁয়াচে বলতে পারি।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেন্টার ম্যানেজার মোসা. মানুয়ারা, সহকারী সেন্টার ম্যানেজার রোজিনা খাতুন, কাউন্সেলর ফাতেমা তাশরিন মিতু ও মাহমুদা আলম, কেস ম্যানেজার শরিফা খাতুনসহ চিকিৎসারত ক্লায়েন্টের ২২ জন অভিভাবক।

(ঢাকাটাইমস/২২ মার্চ/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যে কারণে ৩৬ রিয়েল এস্টেট কোম্পানির নিবন্ধন বাতিল করল সরকার
গ্রীষ্মে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে: বিপিডিবি চেয়ারম্যান
উত্তরা, আগারগাঁও, কচুক্ষেতে জোরপূর্বক গুমের প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা
বৈষম্যবিরোধীরা রক্ষীবাহিনী মতো আচরণ করছে: ছাত্রদল সম্পাদক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা