মির্জাপুরে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৩ জনের কারাদণ্ড

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ মার্চ ২০২৫, ১৭:৫৬
অ- অ+

টাঙ্গাইলের মির্জাপুরে মাদক বিক্রি, সেবন ও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে উপজেলা গোড়াই ইউনিয়নের গন্ধব্যপাড়া ও খামারপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে মাদকসহ তাদের হাতেনাতে ধরে এই দণ্ড দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান।

জানা গেছে, উপজেলার গোড়াই গন্ধব্যপাড়ার মো. শাকিল ভূইয়া দীর্ঘ দিন ধরে নিজের মুদি ব্যবসার আড়ালে গোপনে মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন। এমন অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদকসহ তাকে হাতেনাতে ধরে চার মাসের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেন বিচারক।

এদিকে একই এলাকার বাসিন্দা বান্টু বাসফোর মাদক সেবন করে মাতলামি করার অপরাধে তাকে ধরে ১৫ দিনে কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।

অপরদিকে একই সময় গোড়াই খামারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। এসময় মাদক সেবনের পাশাপাশি বিভিন্ন অপরাধে জড়িত থাকার অপরাধে মো. পাপ্পু মিয়াকে ধরে ৭ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেন তিনি।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান জানিয়েছেন।

(ঢাকা টাইমস/২৪মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছোট পোশাক তারাই পরবে, যাদের মানায়: সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মিম
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি লিটন গ্রেপ্তার
নিজ স্বার্থে সীমান্তের ওপারে যোগাযোগ রাখবে বাংলাদেশ, কে কী বলল যায় আসে না: নিরাপত্তা উপদেষ্টা
বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন সামিত সোম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা