বরগুনায় পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

বরগুনার পাথরঘাটায় প্রবাসীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ার ঘটনায় পর্নোগ্রাফি মামলায় আবুল কালাম ওরফে গদি কালাম নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
শুক্রবার (২৮ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
খোঁজ নিয়ে জানা যায়, গ্রেপ্তার আবুল কালাম ও তার সহযোগীরা কয়েকজন মিলে গত ১৬ মার্চ রাত ১০টার দিকে নাজমুল জমাদ্দার নামে স্থানীয় এক প্রবাসীকে ধরে একটি আবাসনে নিয়ে যায়। পরে সেখানে থাকা এক নারীর পাশে নাজমুলকে জোরপূর্বক কাপড় খুলে ভিডিও ধারণ করা হয়। এরপর ওই ভিডিওর ফাঁদে ফেলে নাজমুলের কাছে মোটা অংকের টাকা চাঁদা দাবি করলে চাহিদা অনুযায়ী পুরোপুরি টাকা দিতে না পারায় ধারণকৃত ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে দেওয়া হয়।
পরবর্তীতে ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ভুক্তভোগী নাজমুল জমাদ্দারের মা রানী বেগম পাথরঘাটা থানায় পর্নোগ্রাফি আইনে গ্রেপ্তার কালামকে প্রধান অভিযুক্ত করে একটি মামলা করেন। পরে ওই মামলায় যৌথ বাহিনীর অভিযানে বিএনপি নেতা কালামকে গ্রেপ্তার হয়।
এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, পর্নোগ্রাফি আইনে দায়েরকৃত মামলায় অভিযুক্ত আসামি কালামকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
(ঢাকা টাইমস/২৮মার্চ/এসএ)

মন্তব্য করুন