নোয়াখালীতে যমজ দুই শিশু ধর্ষণ: পরিবারের পাশে জাতীয়তাবাদ আইনজীবী ফোরাম

নোয়াখালীর কবিরহাট উপজেলায় যমজ দুই শিশু ধর্ষণের ঘটনায় জাতীয়তাবাদ আইনজীবী ফোরাম সরেজমিন পরিদর্শন শেষে সংবাদ সম্মেলন করেছেন।
শনিবার সকালে নোয়াখালী আইনজীবী সমিতির অডিটোরিয়ামে সংবাদ সম্মেলন করেন আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল আমিন।
এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী সমিতির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবদুল হক, সাবেক সাধারণ সম্পাদক কাজী কবির আহম্মদ, সাধারণ সম্পাদক আমির হোসাঈন বুলবুল, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পিপি মোনাক্কেব বাহার, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাছান পলাশ প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের চর গুল্লাখালি গ্রামের জমজ দুই শিশুকে ধর্ষণের ঘটনার নিউজ গণমাধ্যমে প্রচারের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে। পরবর্তীতে উনার নির্দেশক্রমে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নোয়াখালীর ৭ সদস্যের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনকালে ৭ সদস্যের দলের আইনজীবীগণ ভুক্তভোগী দুই শিশু, তাদের পরিবার, স্থানীয় লোকজনের সাথে কথা বলার পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শন ও কবিরহাট থানার ওসিসহ মামলার তদন্তকারী কর্মকর্তার কথা বলে।
তারা আরও জানান, ঘটনাস্থল পরিদর্শন শেষে আমরা ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহযোগিতা করি এবং তাদেরকে আমাদের পক্ষ থেকে এ ঘটনার বিচারকার্য শেষ হওয়া পর্যন্ত আইনি সহায়তা প্রদান করা হবে।
প্রসঙ্গ, গত ২৫ মার্চ দুই বোন তাদের ঘরের পাশে রাস্তার ওপর খেলাধুলা করছিল। ভিকটিমদের বাবা ঘরে বিশ্রামে আর মা রান্নার কাজে ব্যস্ত থাকার সুবাদে ফরিদ তাদের বড় মেয়েকে পাশের বাড়ির একটি পরিত্যক্ত টিনশেট ঘরে নিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটির চিৎকার শুনে তার ছোট বোন মাকে গিয়ে বিষয়টি জানায়। তাৎক্ষণিক তার মা ঘটনাস্থল থেকে মেয়েকে উদ্ধার করে নিয়ে যায়। এরপর শিশুর মা তার ছোট মেয়ের শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তার মা কারণ জানতে চাইলে সে জানায় গত ২৩ মার্চ বিকালে তার সাথেও একই কাজ করেছে ফরিদ। এ ঘটনা প্রকাশের পর স্থানীয় লোকজন অভিযুক্ত ফরিদকে (১৬) আটক করে পুলিশে সোপর্দ করলে পুলিশ আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করে।
(ঢাকা টাইমস/০৫এপ্রিল/এসএ)

মন্তব্য করুন