জয়পুরহাটে বাজারের ৭ নৈশপ্রহরীকে বেঁধে ডাকাতি

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার মোহনপুর বাজারের সাত নৈশপ্রহরীকে বেঁধে চারটি দোকানে দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা চার দোকান থেকে প্রায় ৪৫ লাখ টাকার মালামাল ট্রাকে করে লুট করে নিয়ে যায়। শুক্রবার রাত আনুমানিক ৩ টার দিকে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত দোকানি ও নৈশপ্রহরীরা জানান, রাতে ২০ থেকে ২৫ জন মুখোশধারী একটি ডাকাতদল ট্রাকে করে আক্কেলপুরের মোহনপুর বাজারে আসেন। এরপর ডাকাতরা বাজারে ডিউটিরত সাত নৈশ্যপ্রহরীকে মারপিট শুরু করে হাত-পা ও মুখ বেঁধে রাখেন। এরপর তারা ওই বাজারের মেহেদী হাসানের কীটনাশকের দোকানে তালা কেটে ৩০ লাখ টাকার কীটনাশক, সাইফুলের মুদিখানার দোকান থেকে নগদ টাকাসহ ৭ লাখ টাকার মালামাল, সানাউলের কীটনাশক দোকান থেকে আনুমানিক ৫ লাখ টাকার মালামাল ও ফজলুর রহমানের ইলেকট্রনিক দোকান থেকে আনুমানিক ৩ লাখ টাকার মালামালসহ মোট প্রায় ৪৫ লাখ টাকার মালামাল ট্রাকে লুট করে নিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাবসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এ ঘটনায় তদন্ত চলছে। পাশাপাশি আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
(ঢাকা টাইমস/০৫এপ্রিল/এসএ)

মন্তব্য করুন