সয়াবিন তেলের মূল্যবৃদ্ধির প্রস্তাব: সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ এপ্রিল ২০২৫, ১৯:৪৪| আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ২১:৫৯
অ- অ+

ভোজ্যতেল পরিশোধন কারখানার মালিকদের সয়াবিন তেলের দাম বাড়ানোর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সঙ্গে তাদের বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) তাদের সঙ্গে আবার বৈঠক হতে পারে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্রে এসব তথ্য জানা গেছে।

সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১৮ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়ে গত ২৭ মার্চ বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে লিখিত চিঠি দেয় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। এ নিয়ে আজ বাণিজ্য মন্ত্রণালয়ে বৈঠক হলো।

বাণিজ্য উপদেষ্টা ছাড়াও বৈঠকে আরও অংশ নেন বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ড. মইনুল খান, বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য (আইআইটি) দফতরের অতিরিক্ত সচিব আব্দুর রাজ্জাক, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) একজন ঊর্ধ্বতন প্রতিনিধিসহ ভোজ্যতেল পরিশোধন কারখানার মালিকেরা।

দাম বাড়ানোর প্রস্তাবের বিষয়ে আজকের বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে আইআইটি দফতরের অতিরিক্ত সচিব আব্দুর রাজ্জাক সংবাদ মাধ্যমকে বলেন, আগামী দুই-এক দিনের মধ্যে আরেকটি বৈঠক হবে।

বৈঠক সূত্রে জানা গেছে, আমদানি পর্যায়ে শুল্ককর অব্যাহতির মেয়াদ শেষ হওয়ায় তেলের দাম ১৮ টাকা বাড়ানোর দাবি করছেন মিলাররা। তবে তারা জানান, শুল্ক-কর রেয়াত সুবিধার মেয়াদ বাড়ালে তেলের দাম বাড়ানো হবে না।

(ঢাকাটাইমস/৬এপ্রিল/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকার দুই সিটিতে এবার বসছে ১৯টি কোরবানির পশুর হাট
সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর ২ সদস্য আটক
স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রশ্নে খালেদা জিয়া কখনো আপস করেননি: কাদের গনি চৌধুরী 
সুনামগঞ্জে পিকআপের ধাক্কায় শিশু নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা