বেনাপোল সীমান্তে নারী-শিশুসহ ৯ অনুপ্রবেশকারী আটক

বেনাপোল সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নারী-শিশুসহ ৯ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
সোমবার বিকালে বেনাপোলের ধান্যখোলা সীমান্তের জেলেপাড়া পোস্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃরা হলেন— নড়াইলের নড়াইল উপজেলার বাগডাঙ্গা গ্রামের মিলন মোল্লা (২৭ ), কালিয়া উপজেলার সাতবাড়িয়া গ্রামের সাইদুল ইসলাম (২৭), মনিরামপুর উপজেলার তেতুলিয়া গ্রামের শিমুল হোসেন ( ৩২), যশোরের কেশবপুর উপজেলার করিমন বিবি (৫০), নড়াইল উপজেলার ছোট বাগডাঙ্গা গ্রামের জান্নাত (২৪), একই উপজেলার বাগডাঙ্গা গ্রামের বন্যা খাতুন (২২), একই উপজেলার বাগডাঙ্গা গ্রামের সোহাগী (২), নড়াইলের কালিয়া উপজেলার সাতবাড়িয়া গ্রামের হালিমা খাতুন (৪) ও নড়াইল উপজেলার আমবাড়ি গ্রামের সোয়াইফা (৬০)।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনে বেনাপোলের ধান্যখোলা ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল গনি জানান, ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ধান্যখোলা বিওপির জেলেপাড়া পোস্টের বিজিবির টহলদল তাদেরকে আটক করে। আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।
(ঢাকা টাইমস/০৭এপ্রিল/এসএ)

মন্তব্য করুন